মুকসুদপুর থানার ১৬ পুলিশ সদস্যের করোনা শনাক্ত
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
২০ এপ্রিল ২০২০, ১৮:৩০:১২ | অনলাইন সংস্করণ
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ১৬ জন পুলিশ সদস্য করোনা রোগী শনাক্ত হয়েছেন।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান।
তিনি বলেন, আমরা মুকসুদপুর উপজেলা থেকে ৭১ জন পুলিশসহ মোট ১০২ জনের নমুনা সংগ্রহ করে (আইইডিসিআর)-এ পাঠাই। এর মধ্যে ৪৮ জন পুলিশ সদস্যর রিপোর্ট হাতে পেয়েছি। পূর্বের ২৪ জনের পুলিশ সদস্যর মধ্যে ১০ জন এবং সোমবার ২৪ জনের মধ্যে ৬ জন মোট ১৬ জন পুলিশ সদস্যর রিপোর্ট পজেটিভ আসে।
এখন পর্যন্ত উপজেলার কোনো বাসিন্দার মধ্যে করোনা শনাক্ত হয়নি। আক্রান্ত পুলিশ সদস্যদের মুকসুদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মুকসুদপুর থানার ১৬ পুলিশ সদস্যের করোনা শনাক্ত
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ১৬ জন পুলিশ সদস্য করোনা রোগী শনাক্ত হয়েছেন।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান।
তিনি বলেন, আমরা মুকসুদপুর উপজেলা থেকে ৭১ জন পুলিশসহ মোট ১০২ জনের নমুনা সংগ্রহ করে (আইইডিসিআর)-এ পাঠাই। এর মধ্যে ৪৮ জন পুলিশ সদস্যর রিপোর্ট হাতে পেয়েছি। পূর্বের ২৪ জনের পুলিশ সদস্যর মধ্যে ১০ জন এবং সোমবার ২৪ জনের মধ্যে ৬ জন মোট ১৬ জন পুলিশ সদস্যর রিপোর্ট পজেটিভ আসে।
এখন পর্যন্ত উপজেলার কোনো বাসিন্দার মধ্যে করোনা শনাক্ত হয়নি। আক্রান্ত পুলিশ সদস্যদের মুকসুদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।