কর্মকর্তাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ সেল
ডেঙ্গুর বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও এইডিস মশার আবাসস্থল বিনষ্টের কার্যক্রম তদারকিতে উপসচিব ও নিম্ন পদের কর্মকর্তাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ সেল গঠন করতে যাচ্ছে সরকার।
এই সেল গঠনের জন্য কর্মকর্তাদের নামের তালিকা চেয়ে রোববার সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সেখানে বলা হয়েছে, “গত ২১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ এবং সংস্থার সঙ্গে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
“সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু মশকের আবাসস্থল বিনষ্টকরণ কার্যক্রম মনিটরিং করার লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে গতবছরের ন্যায় দুই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে ডেঙ্গু প্রতিরোধ সেল গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।”
এই কার্যক্রমে সার্বিক সমন্বয় করতে সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে উপসচিব ও এর নিম্ন পদমর্যাদার কর্মকর্তাদের নামের তালিকার সফটকপি আগামী তিন কার্যদিবসের মধ্যে [email protected] ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
এদিকে রোববার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, আমরা সবাই সতর্ক হলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব। আর আমরা কীটনাশকের ব্যবস্থা করেছি। আর যেসব খাল ও ড্রেনে বর্জ্য জমে আছে সেগুলো দ্রুত পরিষ্কার করার জন্য সিটি করপোরেশন, ওয়াসা, রাজউককে দায়িত্ব দেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কর্মকর্তাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ সেল
ডেঙ্গুর বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও এইডিস মশার আবাসস্থল বিনষ্টের কার্যক্রম তদারকিতে উপসচিব ও নিম্ন পদের কর্মকর্তাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ সেল গঠন করতে যাচ্ছে সরকার।
এই সেল গঠনের জন্য কর্মকর্তাদের নামের তালিকা চেয়ে রোববার সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সেখানে বলা হয়েছে, “গত ২১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ এবং সংস্থার সঙ্গে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
“সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু মশকের আবাসস্থল বিনষ্টকরণ কার্যক্রম মনিটরিং করার লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে গতবছরের ন্যায় দুই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে ডেঙ্গু প্রতিরোধ সেল গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।”
এই কার্যক্রমে সার্বিক সমন্বয় করতে সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে উপসচিব ও এর নিম্ন পদমর্যাদার কর্মকর্তাদের নামের তালিকার সফটকপি আগামী তিন কার্যদিবসের মধ্যে [email protected] ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
এদিকে রোববার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, আমরা সবাই সতর্ক হলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব। আর আমরা কীটনাশকের ব্যবস্থা করেছি। আর যেসব খাল ও ড্রেনে বর্জ্য জমে আছে সেগুলো দ্রুত পরিষ্কার করার জন্য সিটি করপোরেশন, ওয়াসা, রাজউককে দায়িত্ব দেয়া হয়েছে।