কুলিয়ারচরে করোনায় একজনের মৃত্যু
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ১৯:৩২:৩৪ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মোস্তফা মিয়া নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ওই ব্যক্তি মারা যান। দুপুর সাড়ে ১২টায় তাকে মাতুয়ারকান্দা কবরস্থানে দাফন করা হয়।
মোস্তফা মিয়া উপজেলার মাতুয়ারকান্দা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
গত ১৬ এপ্রিল মোস্তফা মিয়া করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টিনে ছিলেন। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী ও থানার ওসি আ. হাই তালুকদার ঘটনাস্থলে পৌঁছে লাশের গোসল ও জানাজার ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী ও কুলিয়ারচর থানার ওসি আ. হাই তালুকদার জানান, তার মৃত্যুর খবর পেয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার দাফন সম্পন্ন হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুলিয়ারচরে করোনায় একজনের মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মোস্তফা মিয়া নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ওই ব্যক্তি মারা যান। দুপুর সাড়ে ১২টায় তাকে মাতুয়ারকান্দা কবরস্থানে দাফন করা হয়।
মোস্তফা মিয়া উপজেলার মাতুয়ারকান্দা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
গত ১৬ এপ্রিল মোস্তফা মিয়া করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টিনে ছিলেন। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী ও থানার ওসি আ. হাই তালুকদার ঘটনাস্থলে পৌঁছে লাশের গোসল ও জানাজার ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী ও কুলিয়ারচর থানার ওসি আ. হাই তালুকদার জানান, তার মৃত্যুর খবর পেয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার দাফন সম্পন্ন হয়।