বাকবিতণ্ডার জেরে শৈলকুপায় দোকানদারকে পিটিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি
০৩ মে ২০২০, ১৫:১১:০১ | অনলাইন সংস্করণ
ঝিনাইদহে শৈলকুপা উপজেলায় বাকবিতণ্ডার জেরে এক দোকানদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার সকালে উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামেএ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জোয়াদ আলী। তিনি একই গ্রামের বাসিন্দা।তিনি পেশায় মুদি দোকানদার।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, বাড়ির সামনে একটি মুদি দোকান রয়েছে নিহত জেয়াদ আলীর। রাতে কে বা কারা তার দোকানের সামনে মলত্যাগ করে রেখে যায়।
রোববার সকালে দোকান খুলতে এসে প্রতিবেশী ও আপন চাচাতো ভাই হায়দারের সঙ্গে এ নিয়ে বাকিবিতণ্ডা শুরু হয় তার। একপর্যায়ে হায়দার ও তার লোকজন জোয়াদ আলীকে লাঠি দিয়ে মারধর শুরু করেন। এতে গুরুতর আহত হন তিনি।
জোয়াদ আলীকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ আগে গত ২৮ এপ্রিল একই উপজেলার শেখপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া আরাফাত রহমান নামের এক ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়।
আরাফাত কুষ্টিয়া বেসরকারি রবিন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অনার্স ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর ওরফে বিদ্যুৎ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাকবিতণ্ডার জেরে শৈলকুপায় দোকানদারকে পিটিয়ে হত্যা
ঝিনাইদহে শৈলকুপা উপজেলায় বাকবিতণ্ডার জেরে এক দোকানদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার সকালে উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জোয়াদ আলী। তিনি একই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মুদি দোকানদার।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, বাড়ির সামনে একটি মুদি দোকান রয়েছে নিহত জেয়াদ আলীর। রাতে কে বা কারা তার দোকানের সামনে মলত্যাগ করে রেখে যায়।
রোববার সকালে দোকান খুলতে এসে প্রতিবেশী ও আপন চাচাতো ভাই হায়দারের সঙ্গে এ নিয়ে বাকিবিতণ্ডা শুরু হয় তার। একপর্যায়ে হায়দার ও তার লোকজন জোয়াদ আলীকে লাঠি দিয়ে মারধর শুরু করেন। এতে গুরুতর আহত হন তিনি।
জোয়াদ আলীকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ আগে গত ২৮ এপ্রিল একই উপজেলার শেখপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া আরাফাত রহমান নামের এক ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়।
আরাফাত কুষ্টিয়া বেসরকারি রবিন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অনার্স ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর ওরফে বিদ্যুৎ।