নীলফামারীতে চিকিৎসকসহ একদিনেই ১২ জন করোনায় আক্রান্ত
jugantor
নীলফামারীতে চিকিৎসকসহ একদিনেই ১২ জন করোনায় আক্রান্ত

  ডিমলা (নীলফামারী) প্রতিনিধি  

১১ মে ২০২০, ২২:২২:১৭  |  অনলাইন সংস্করণ

উত্তরের জেলা নীলফামারীতে একদিনেই ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন নারী চিকিৎসক রয়েছেন।

রোববার রাতে প্রকাশিত রিপোর্টে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫২ জন হল। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে, ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ জানান, দিনাজপুর এম আব্দুর রহিম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের রিপোর্টে নতুন ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ডিমলা উপজেলা হাসপাতালের এক নারী চিকিৎসক (২৫) জেলার জেনারেল হাসপাতালে করোনা রোগীদের আইসোলেশন ওয়ার্ডে দায়িত্ব পালনকালে আক্রান্ত হয়েছেন। অন্যদের মধ্যে রয়েছেন জেলা সদরে ৭ জন, ডোমারে ২ জন, সৈয়দপুরে ৫ মাসের শিশু ও তার মাসহ ২ জন ও ডিমলায় ১ জন।

নীলফামারীতে চিকিৎসকসহ একদিনেই ১২ জন করোনায় আক্রান্ত

 ডিমলা (নীলফামারী) প্রতিনিধি 
১১ মে ২০২০, ১০:২২ পিএম  |  অনলাইন সংস্করণ

উত্তরের জেলা নীলফামারীতে একদিনেই ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন নারী চিকিৎসক রয়েছেন।

রোববার রাতে প্রকাশিত রিপোর্টে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫২ জন হল। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে, ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ জানান, দিনাজপুর এম আব্দুর রহিম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের রিপোর্টে নতুন ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ডিমলা উপজেলা হাসপাতালের এক নারী চিকিৎসক (২৫) জেলার জেনারেল হাসপাতালে করোনা রোগীদের আইসোলেশন ওয়ার্ডে দায়িত্ব পালনকালে আক্রান্ত হয়েছেন। অন্যদের মধ্যে রয়েছেন জেলা সদরে ৭ জন, ডোমারে ২ জন, সৈয়দপুরে ৫ মাসের শিশু ও তার মাসহ ২ জন ও ডিমলায় ১ জন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস