কসোভোর প্রধানমন্ত্রী কোয়ারেন্টিনে
কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি সোমবার থেকে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে চলে গেছেন।
করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তা নিশ্চিত হতে নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছেন।তবে, এখন পর্যন্ত রিপোর্ট হাতে পাননি।খবর আনাদোলুর।
কসোভোর মন্ত্রিসভার এক সদস্য করোনায় আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন।তার সঙ্গে সাক্ষাতের পরই প্রধানমন্ত্রী হোম কোয়ারেন্টিনে যাওয়ার ওই ঘোষণা দেন।
কোয়ারেন্টিন থেকে এক টুইট বার্তায় আলবিন কুর্তি বলেন, আজই প্রথমবারের মতো আমার প্রধানমন্ত্রীর দফতরে যাওয়া হচ্ছে না। আমার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।রিপোর্ট এখন পর্যন্ত হাতে পাইনি।
তবে, দফতরে না আসলেও দূরত্ব বজায় রেখেই আমরা আমাদের রাষ্ট্রীয় কাজ যথাযথভাবে চালিয়ে যাব।
মন্ত্রিসভার অন্য সদস্যরাও যার যার বাড়িতে আইসোলেশনে আছেন।বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত ৮৮৪ জন।এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৫৫ জন এবং মারা গেছেন ২৮ জন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কসোভোর প্রধানমন্ত্রী কোয়ারেন্টিনে
কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি সোমবার থেকে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে চলে গেছেন।
করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তা নিশ্চিত হতে নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছেন।তবে, এখন পর্যন্ত রিপোর্ট হাতে পাননি।খবর আনাদোলুর।
কসোভোর মন্ত্রিসভার এক সদস্য করোনায় আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন।তার সঙ্গে সাক্ষাতের পরই প্রধানমন্ত্রী হোম কোয়ারেন্টিনে যাওয়ার ওই ঘোষণা দেন।
কোয়ারেন্টিন থেকে এক টুইট বার্তায় আলবিন কুর্তি বলেন, আজই প্রথমবারের মতো আমার প্রধানমন্ত্রীর দফতরে যাওয়া হচ্ছে না। আমার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।রিপোর্ট এখন পর্যন্ত হাতে পাইনি।
তবে, দফতরে না আসলেও দূরত্ব বজায় রেখেই আমরা আমাদের রাষ্ট্রীয় কাজ যথাযথভাবে চালিয়ে যাব।
মন্ত্রিসভার অন্য সদস্যরাও যার যার বাড়িতে আইসোলেশনে আছেন।বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত ৮৮৪ জন।এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৫৫ জন এবং মারা গেছেন ২৮ জন।