রংপুরে ১৪০ হকার পেল পুলিশ কমিশনারের খাদ্য সহায়তা
চলমান করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায় হকারদের খাদ্য সহায়তা প্রদান করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ।
বুধবার বিকালে নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষে ১৪০ জন হকারকে চাল, ডাল, তেল, আটাসহ খাদ্যসামগ্রী প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (সদর দফতর) মহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী পুলিশ কমিশনার উজ্জল কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ জোন) আল ইমরান, ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, রংপুর মহানগর হকার সমিতির সভাপতি হুমায়ন কবির মিঠুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হকার সমিতির নেতৃবৃন্দ।
এসময় উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, আরপিএমপি কমিশনারের উদ্যোগে আজ ১৪০ জন হকারকে মানবিক খাদ্য সহায়তা প্রদান হল। ইতিপূর্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দিয়েছে। ইফতার সামগ্রী বিতরণ করেছে। করোনাযুদ্ধে পুলিশ বাহিনী মানুষের পাশে রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রংপুরে ১৪০ হকার পেল পুলিশ কমিশনারের খাদ্য সহায়তা
চলমান করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায় হকারদের খাদ্য সহায়তা প্রদান করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ।
বুধবার বিকালে নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষে ১৪০ জন হকারকে চাল, ডাল, তেল, আটাসহ খাদ্যসামগ্রী প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (সদর দফতর) মহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী পুলিশ কমিশনার উজ্জল কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ জোন) আল ইমরান, ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, রংপুর মহানগর হকার সমিতির সভাপতি হুমায়ন কবির মিঠুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হকার সমিতির নেতৃবৃন্দ।
এসময় উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, আরপিএমপি কমিশনারের উদ্যোগে আজ ১৪০ জন হকারকে মানবিক খাদ্য সহায়তা প্রদান হল। ইতিপূর্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দিয়েছে। ইফতার সামগ্রী বিতরণ করেছে। করোনাযুদ্ধে পুলিশ বাহিনী মানুষের পাশে রয়েছে।