কেন্দুয়ায় উপজেলা পরিষদ ভবন লকডাউন ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপজেলা পরিষদ ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে। ইউএনও, থানার ওসির করোনা শনাক্ত হওয়ায় তাদের সংস্পর্শে আসা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জন হোম কোয়ারেন্টিনে গেছেন।
এদের মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৫ জন এবং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১১ জন রয়েছেন।
কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার খবিরুল আহসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বেশ কয়েকজনের করোনা শনাক্ত হওয়ায় উপজেলা পরিষদ ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে। অতি জরুরি প্রয়োজন হলে সেখানে যাওয়া হবে। এছাড়া তিনিসহ ১১ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান জানান, তার সংস্পর্শে আসায় পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাসহ ১৫ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, ১১ এপ্রিল কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান করোনাভাইরাস আক্রান্তে শনাক্ত হন। তারা তাদের বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কেন্দুয়ায় উপজেলা পরিষদ ভবন লকডাউন ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপজেলা পরিষদ ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে। ইউএনও, থানার ওসির করোনা শনাক্ত হওয়ায় তাদের সংস্পর্শে আসা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জন হোম কোয়ারেন্টিনে গেছেন।
এদের মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৫ জন এবং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১১ জন রয়েছেন।
কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার খবিরুল আহসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বেশ কয়েকজনের করোনা শনাক্ত হওয়ায় উপজেলা পরিষদ ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে। অতি জরুরি প্রয়োজন হলে সেখানে যাওয়া হবে। এছাড়া তিনিসহ ১১ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান জানান, তার সংস্পর্শে আসায় পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাসহ ১৫ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, ১১ এপ্রিল কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান করোনাভাইরাস আক্রান্তে শনাক্ত হন। তারা তাদের বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।