ডিজিটাল হেলথকেয়ার সলিউশন্স নিয়ে এলো ‘করোনা কেয়ার’

 যুগান্তর ডেস্ক 
১৮ মে ২০২০, ১০:১৮ পিএম  |  অনলাইন সংস্করণ

ডিজিটাল হেলথকেয়ার সলিউশন্স নিয়ে এলো সম্পূর্ণ নতুন একটি সার্ভিস, যেখানে ফ্রি অনলাইন চ্যাটের মাধ্যমে এমবিবিএস ডাক্তাররা কোভিড-১৯ এর চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন।

করোনাকালীন লকডাউন এবং চলাচলে নিষেধাজ্ঞা থাকায় এই মহামারীতে লক্ষ লক্ষ রোগীর জন্য যেকোনো চিকিৎসা সেবা পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার।

এমতাবস্থায় দক্ষ ডাক্তারের কাছ থেকে সঠিক চিকিৎসা পরামর্শ পাওয়াই এখন মানুষের বড় চাহিদা। তাই করোনা কেয়ার ওয়েবসাইটে ‘ডক্টর চ্যাট’ নামে একটি পরিপূর্ণ স্বাস্থ্যসেবা চালু হচ্ছে। করোনা কেয়ারের সব সুবিধা পাওয়া যাবে https://care.dh.health/  ক্লিক করে।

করোনা কেয়ার প্রাথমিকভাবে ৪টি সেবা দিচ্ছে- ডক্টর চ্যাট, ডক্টর ভিডিওকল, করোনা ইন্সুরেন্স ও করোনা সিম্পটম চেকার।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন