কুমিল্লায় রিকশা-সিএনজিচালকদের খাদ্যসামগ্রী দিলেন পুলিশ সুপার

 কুমিল্লা ব্যুরো 
২২ মে ২০২০, ১০:৩৬ পিএম  |  অনলাইন সংস্করণ

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের উদ্যোগে রিকশা-সিএনজি-ইজিবাইক চালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে পুলিশ লাইনে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফজল মীরসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। এতে শতাধিক চালকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নগরীর অভ্যন্তরে চলাচলকারী শতাধিক অটোরিকশা, রিকশা, সিএনজি সাময়িকভাবে জব্দ করা হয়। এ সব যানবাহনের চালকদের পরিবারের খাদ্য সংকট কাটাতে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

২৮ মে, ২০২৩