করোনা: রেকর্ড শনাক্তের দিনে মৃত্যু ২০ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৭৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ২০ জনের।
এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৩০হাজার ২০৫জন। আর মারা গেলেন ৪৫২ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৩৪ নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৭৬ জন।
এর আগে শুক্রবার ১৬৯৪ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। সেদিন ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটিট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনা: রেকর্ড শনাক্তের দিনে মৃত্যু ২০ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৭৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ২০ জনের।
এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৩০ হাজার ২০৫ জন। আর মারা গেলেন ৪৫২ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৩৪ নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৭৬ জন।
এর আগে শুক্রবার ১৬৯৪ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। সেদিন ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটিট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।