পত্নীতলায় স্বজন সমাবেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
২৩ মে ২০২০, ২৩:৫২:০৩ | অনলাইন সংস্করণ
নওগাঁর পত্নীতলায় যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড যুগান্তর কার্যালয় হতে ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বজন সমাবেশ পত্নীতলা উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের পত্নীতলা প্রতিনিধি আবু সাঈদ, সহ-সভাপতি হাসান শাহরিয়ার পল্লব, সাংগাঠনিক সম্পাদক আতাউর রহমান, সদস্য মাহফুজুল হক প্রমুখ।
উপজেলায় কর্মরত পত্রিকা হকারদের মাঝে ঈদ উপহার বিতরণকালে সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বলেন, যে কোনো দুর্যোগে যুগান্তর স্বজন সমাবেশ পত্নীতলা উপজেলা কমিটি সবসময় দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে ছিল এবং ভবিষ্যৎতেও থাকবে।
ঈদ উপহার নিয়ে করোনায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুগান্তর প্রতিনিধি আবু সাঈদ স্বজন সমাবেশের সব সদস্য ও ক্রীড়া সংগঠন মিলটনকে অসংখ্য ধন্যবাদ জানান। যে কোনো দুর্যোগ ও আপদকালীন সময়ে যুগান্তর স্বজন সমাবেশ পীড়িত মানুষের পাশে থাকবে বলে তিনি জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পত্নীতলায় স্বজন সমাবেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
নওগাঁর পত্নীতলায় যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড যুগান্তর কার্যালয় হতে ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বজন সমাবেশ পত্নীতলা উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের পত্নীতলা প্রতিনিধি আবু সাঈদ, সহ-সভাপতি হাসান শাহরিয়ার পল্লব, সাংগাঠনিক সম্পাদক আতাউর রহমান, সদস্য মাহফুজুল হক প্রমুখ।
উপজেলায় কর্মরত পত্রিকা হকারদের মাঝে ঈদ উপহার বিতরণকালে সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বলেন, যে কোনো দুর্যোগে যুগান্তর স্বজন সমাবেশ পত্নীতলা উপজেলা কমিটি সবসময় দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে ছিল এবং ভবিষ্যৎতেও থাকবে।
ঈদ উপহার নিয়ে করোনায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুগান্তর প্রতিনিধি আবু সাঈদ স্বজন সমাবেশের সব সদস্য ও ক্রীড়া সংগঠন মিলটনকে অসংখ্য ধন্যবাদ জানান। যে কোনো দুর্যোগ ও আপদকালীন সময়ে যুগান্তর স্বজন সমাবেশ পীড়িত মানুষের পাশে থাকবে বলে তিনি জানান।