সুস্থ হয়ে উঠেছেন এমপি শহীদুজ্জামান
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। ভাইরাসটিতে আক্রান্ত হওয়া প্রথম সংসদ সদস্য তিনি।
চলতি মাসের শুরু থেকেই বাসায় আইসোলেশনে ছিলেন নওগাঁ-২ আসনের এই সংসদ সদস্য।
শনিবার তার একান্ত সচিব নুরুল আবছার বলেন, সর্বশেষ দুটি পরীক্ষার ফলাফল ‘নেগেটিভ’ এসেছে।
আবছার বলেন, ‘গত ২০ মে শেষবার স্যারের নমুনা নেয়া হয়। আজ ফল নেগেটিভ এসেছে। এর আগে গত ১৬ মের পরীক্ষাতেও নেগেটিভ এসেছিল।’
স্বাস্থ্য অধিদফতরের নিয়ম অনুযায়ী, আরটি-পিসিআর পরীক্ষায় কারও কোভিড-১৯ রোগ ধরা পড়লে তাকে হাসপাতালে বা বাসায় পুরোপুরি আইসোলেশনে রাখা হয়।
উপসর্গ কমে গেলে আবার তার নমুনা পরীক্ষা করা হয়। পর পর দুটি পরীক্ষার ফল নেগেটিভ হলে তাকে সুস্থ বলা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন শহীদুজ্জামান। দশম সংসদে তিনি সংসদে ক্ষমতাসীন দলের হুইপের দায়িত্বেও ছিলেন।
এর আগে উপসর্গ দেখা দেয়ায় গত ৩০ এপ্রিল তার নমুনা পরীক্ষা করে ১ মে সংক্রমণ ধরা পড়ার কথা জানানো হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুস্থ হয়ে উঠেছেন এমপি শহীদুজ্জামান
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। ভাইরাসটিতে আক্রান্ত হওয়া প্রথম সংসদ সদস্য তিনি।
চলতি মাসের শুরু থেকেই বাসায় আইসোলেশনে ছিলেন নওগাঁ-২ আসনের এই সংসদ সদস্য।
শনিবার তার একান্ত সচিব নুরুল আবছার বলেন, সর্বশেষ দুটি পরীক্ষার ফলাফল ‘নেগেটিভ’ এসেছে।
আবছার বলেন, ‘গত ২০ মে শেষবার স্যারের নমুনা নেয়া হয়। আজ ফল নেগেটিভ এসেছে। এর আগে গত ১৬ মের পরীক্ষাতেও নেগেটিভ এসেছিল।’
স্বাস্থ্য অধিদফতরের নিয়ম অনুযায়ী, আরটি-পিসিআর পরীক্ষায় কারও কোভিড-১৯ রোগ ধরা পড়লে তাকে হাসপাতালে বা বাসায় পুরোপুরি আইসোলেশনে রাখা হয়।
উপসর্গ কমে গেলে আবার তার নমুনা পরীক্ষা করা হয়। পর পর দুটি পরীক্ষার ফল নেগেটিভ হলে তাকে সুস্থ বলা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন শহীদুজ্জামান। দশম সংসদে তিনি সংসদে ক্ষমতাসীন দলের হুইপের দায়িত্বেও ছিলেন।
এর আগে উপসর্গ দেখা দেয়ায় গত ৩০ এপ্রিল তার নমুনা পরীক্ষা করে ১ মে সংক্রমণ ধরা পড়ার কথা জানানো হয়।