জ্বর শ্বাসকষ্ট নিয়ে দুপুরে নোয়াখালী হাসপাতালে ভর্তি, রাতে মৃত্যু
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
২৪ মে ২০২০, ২১:১৩:১১ | অনলাইন সংস্করণ
জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথায় ৫৭ বছর বয়সী এক ব্যক্তিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কয়েক ঘণ্টা পর মারা যান তিনি।
মৃত ব্যক্তি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বাসিন্দা। রোববার ভোরে তার দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে শনিবার রাত ৯টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি বলেন, ওই ব্যক্তি গত ৪-৫ দিন ধরে জ্বর শ্বাস কষ্ট ও গলা ব্যথায় ভুগছিলেন। শনিবার দুপুর আড়াইটার দিকে পরিবারের লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত ৯টার দিকে তিনি মারা যান।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, মৃত ব্যক্তির করোনা উপসর্গ থাকায় নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে এক নারীসহ নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। যার মধ্যে জেলার সদর উপজেলায় ৩ ও সুবর্ণচরে একজন রয়েছেন।
জেলায় মোট আক্রান্ত ৩৫৭ জন। এর মধ্যে বেগমগঞ্জে ১৭৯, কবিরহাটে ৫৪, সদরে ৪৪, চাটখিলে ২৬, সোনাইমুড়ীতে ১৮, সুবর্ণচরে ১২, সেনবাগে ১১, কোম্পানীগঞ্জে ৭ ও হাতিয়ায় ৬ জন রোগী রয়েছে। যাদের মধ্যে সাতজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২৭ জন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জ্বর শ্বাসকষ্ট নিয়ে দুপুরে নোয়াখালী হাসপাতালে ভর্তি, রাতে মৃত্যু
জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথায় ৫৭ বছর বয়সী এক ব্যক্তিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কয়েক ঘণ্টা পর মারা যান তিনি।
মৃত ব্যক্তি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বাসিন্দা। রোববার ভোরে তার দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে শনিবার রাত ৯টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি বলেন, ওই ব্যক্তি গত ৪-৫ দিন ধরে জ্বর শ্বাস কষ্ট ও গলা ব্যথায় ভুগছিলেন। শনিবার দুপুর আড়াইটার দিকে পরিবারের লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত ৯টার দিকে তিনি মারা যান।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, মৃত ব্যক্তির করোনা উপসর্গ থাকায় নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে এক নারীসহ নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। যার মধ্যে জেলার সদর উপজেলায় ৩ ও সুবর্ণচরে একজন রয়েছেন।
জেলায় মোট আক্রান্ত ৩৫৭ জন। এর মধ্যে বেগমগঞ্জে ১৭৯, কবিরহাটে ৫৪, সদরে ৪৪, চাটখিলে ২৬, সোনাইমুড়ীতে ১৮, সুবর্ণচরে ১২, সেনবাগে ১১, কোম্পানীগঞ্জে ৭ ও হাতিয়ায় ৬ জন রোগী রয়েছে। যাদের মধ্যে সাতজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২৭ জন।