ডা. জাফরুল্লাহর অবস্থার অবনতি, দোয়া চেয়েছেন
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডা.জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।তিনি প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানানো হয়।
এতে বলা হয়,ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য সবাই দোয়া করবেন।উনার শরীর ভালো যাচ্ছে না।রাতে উনার শ্বাসকষ্ট ছিল।এই মুহূর্তে আপনাদের সবার দোয়া খুবই প্রয়োজন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তার চিকিৎসাসেবায় নিয়োজিত অধ্যাপক ডা.মামুন মুস্তাফি, অধ্যাপক ডা.নজীব এবং তাদের দলসহ গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি ফেসবুক পোস্টে অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা জানানোয় হয়।
প্রসঙ্গত,ঈদের দিন থেকে জ্বর অনুভব করেন ডা. জাফরুল্লাহ। ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে।পরে বিএসএমএমইউর পরীক্ষাও তার করোনা পজিটিভি ধরা পড়ে। ২৬ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি দেয়া হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডা. জাফরুল্লাহর অবস্থার অবনতি, দোয়া চেয়েছেন
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডা.জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।তিনি প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানানো হয়।
এতে বলা হয়,ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য সবাই দোয়া করবেন।উনার শরীর ভালো যাচ্ছে না।রাতে উনার শ্বাসকষ্ট ছিল।এই মুহূর্তে আপনাদের সবার দোয়া খুবই প্রয়োজন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তার চিকিৎসাসেবায় নিয়োজিত অধ্যাপক ডা.মামুন মুস্তাফি, অধ্যাপক ডা.নজীব এবং তাদের দলসহ গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি ফেসবুক পোস্টে অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা জানানোয় হয়।
প্রসঙ্গত,ঈদের দিন থেকে জ্বর অনুভব করেন ডা. জাফরুল্লাহ। ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে।পরে বিএসএমএমইউর পরীক্ষাও তার করোনা পজিটিভি ধরা পড়ে। ২৬ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি দেয়া হয়।