আল্লাহর রহমতে তারেক ও তার পরিবার সুস্থ আছেন: রিজভী
যুগান্তর রিপোর্ট
০৭ জুন ২০২০, ১৪:১৮:৫৪ | অনলাইন সংস্করণ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনগড়া অসত্য তথ্য প্রকাশিত হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এসব তথ্য মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক।
রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী হীনস্বার্থ চরিতার্থ করতে এ ধরনের মনগড়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
‘পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে তিনি ও তার পরিবারের সদস্যরা সুস্থ ও সুরক্ষিত আছেন। তারা যুক্তরাজ্যে করোনাভাইরাস রোধকল্পে প্রবর্তিত সব আইন মেনে চলছেন।’
বিএনপির এ নেতা আরও বলেন, বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়ে মনগড়া তথ্য পরিবেশন করা হয়েছিল, এখন করোনা দুর্যোগের মধ্যেও তা অব্যাহত রয়েছে।
এসব বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান ও তার পরিবার সম্পর্কে ভিত্তিহীন ও কাল্পনিক তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আল্লাহর রহমতে তারেক ও তার পরিবার সুস্থ আছেন: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনগড়া অসত্য তথ্য প্রকাশিত হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এসব তথ্য মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক।
রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী হীনস্বার্থ চরিতার্থ করতে এ ধরনের মনগড়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
‘পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে তিনি ও তার পরিবারের সদস্যরা সুস্থ ও সুরক্ষিত আছেন। তারা যুক্তরাজ্যে করোনাভাইরাস রোধকল্পে প্রবর্তিত সব আইন মেনে চলছেন।’
বিএনপির এ নেতা আরও বলেন, বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়ে মনগড়া তথ্য পরিবেশন করা হয়েছিল, এখন করোনা দুর্যোগের মধ্যেও তা অব্যাহত রয়েছে।
এসব বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান ও তার পরিবার সম্পর্কে ভিত্তিহীন ও কাল্পনিক তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।