দুই বছরের শিশুর করোনা পজিটিভ, মায়ের নেগেটিভ
রাজশাহী জেলার বাগমারায় দুই বছরের শিশুর শরীরে করোনা ধরা পড়েছে। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে শিশুটির নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে। তবে শিশুটির মায়ের রিপোর্ট নেগেটিভ এসেছে।
আক্রান্ত শিশুটির নাম মাহিম (২)। তার বাবার নাম ইমরান হোসেন। উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের সুজন পালশা গ্রামে বাড়ি।
রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে শিশুটির নমুনা আসে ১০ জুন। এর আগের দিন বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির নমুনা সংগ্রহ করে। করোনা পজিটিভ আসার পর রামেক ল্যাব থেকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।
তিনি জানান, শিশুটির শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তার চিকিৎসা শুরু করতে নির্দেশ দেয়া হয়েছে।
শিশুটির বাবা জানান, ঈদের দুদিন আগে শিশুর মা মাহিমকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যায়। সেখানে ঢাকা ফেরত তাদের এক আত্মীয় ওই বাড়িতে অবস্থান করছিলেন। পরে নমুনা পরীক্ষায় ওই আত্মীয় ও তার স্ত্রীর করোনা শনাক্ত হয়। এ কারণে শিশুটিসহ তার মায়ের করোনা পরীক্ষা করা হয়। কিন্তু শিশুর নমুনা পজিটিভ হলেও মায়ের নেগেটিভ হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দুই বছরের শিশুর করোনা পজিটিভ, মায়ের নেগেটিভ
রাজশাহী জেলার বাগমারায় দুই বছরের শিশুর শরীরে করোনা ধরা পড়েছে। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে শিশুটির নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে। তবে শিশুটির মায়ের রিপোর্ট নেগেটিভ এসেছে।
আক্রান্ত শিশুটির নাম মাহিম (২)। তার বাবার নাম ইমরান হোসেন। উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের সুজন পালশা গ্রামে বাড়ি।
রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে শিশুটির নমুনা আসে ১০ জুন। এর আগের দিন বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির নমুনা সংগ্রহ করে। করোনা পজিটিভ আসার পর রামেক ল্যাব থেকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।
তিনি জানান, শিশুটির শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তার চিকিৎসা শুরু করতে নির্দেশ দেয়া হয়েছে।
শিশুটির বাবা জানান, ঈদের দুদিন আগে শিশুর মা মাহিমকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যায়। সেখানে ঢাকা ফেরত তাদের এক আত্মীয় ওই বাড়িতে অবস্থান করছিলেন। পরে নমুনা পরীক্ষায় ওই আত্মীয় ও তার স্ত্রীর করোনা শনাক্ত হয়। এ কারণে শিশুটিসহ তার মায়ের করোনা পরীক্ষা করা হয়। কিন্তু শিশুর নমুনা পজিটিভ হলেও মায়ের নেগেটিভ হয়েছে।