কুলিয়ারচরে নতুন করে করোনায় আক্রান্ত ২২ জনের ১৬ জনই পুলিশ
কিশোরগঞ্জ ব্যুরো
১৫ জুন ২০২০, ২২:৪৪:২০ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নতুন করে ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ২২ জনের মধ্যে ১৬ জনই পুলিশ। সোমবার প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে।
এ উপজেলা থেকে গত ৮ ও ৯ জুন নমুনা সংগ্রহ করা হয়। কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এইসব নমুনা পরীক্ষা শেষে এ ফলাফল পাওয়া যায়।
এ পর্যন্ত ৪১৩টি নমুনা পরীক্ষায় এ উপজেলায় ৫৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে কুলিয়ারচর থানার ২০ জন পুলিশ সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ডাক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউএনও অফিসের অফিস সহকারী, ইউএনওর গাড়িচালক, ব্যাংক কর্মচারী রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু এবং কুলিয়ারচর থানার ওসি মো. আবদুল হাই তালুকদার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুলিয়ারচরে নতুন করে করোনায় আক্রান্ত ২২ জনের ১৬ জনই পুলিশ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নতুন করে ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ২২ জনের মধ্যে ১৬ জনই পুলিশ। সোমবার প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে।
এ উপজেলা থেকে গত ৮ ও ৯ জুন নমুনা সংগ্রহ করা হয়। কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এইসব নমুনা পরীক্ষা শেষে এ ফলাফল পাওয়া যায়।
এ পর্যন্ত ৪১৩টি নমুনা পরীক্ষায় এ উপজেলায় ৫৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে কুলিয়ারচর থানার ২০ জন পুলিশ সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ডাক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউএনও অফিসের অফিস সহকারী, ইউএনওর গাড়িচালক, ব্যাংক কর্মচারী রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু এবং কুলিয়ারচর থানার ওসি মো. আবদুল হাই তালুকদার।