বরগুনায় বন কর্মকর্তা চেয়ারম্যান প্রকৌশলীর করোনা শনাক্ত
যুগান্তর রিপোর্ট, বরগুনা
১৭ জুন ২০২০, ২২:০৬:৩৮ | অনলাইন সংস্করণ
বরগুনায় নতুন করে বন কর্মকর্তা, চেয়ারম্যান, প্রকৌশলী ও পুলিশ সদস্যসহ ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বরগুনা সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে, বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্য বামনা উপজেলায় বনবিভাগের একজন কর্মকর্তা (৫০) বরগুনার একজন পুলিশ সদস্য রয়েছেন। অন্য ৩ জনের মধ্যে তালতলীর কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (৬৮), বেতাগী পৌরসভার প্রকৌশলী (৫১) ও পাথরঘাটা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসারের মা (৫২) রয়েছেন।
বুধবার সকাল পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৭৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জন।
এ দিকে মঙ্গলবার জ্বর-কাশি নিয়ে হাসপাতালে পরীক্ষার জন্য আসার প্রস্তুতির সময় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া একজন সঙ্গীত শিল্পীর জানাজা ও দাফন স্বাস্থ্য বিধি মেনে প্রশাসন ও যুব রেডক্রিসেন্ট কর্মীরা সম্পন্ন করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বরগুনায় বন কর্মকর্তা চেয়ারম্যান প্রকৌশলীর করোনা শনাক্ত
বরগুনায় নতুন করে বন কর্মকর্তা, চেয়ারম্যান, প্রকৌশলী ও পুলিশ সদস্যসহ ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বরগুনা সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে, বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্য বামনা উপজেলায় বনবিভাগের একজন কর্মকর্তা (৫০) বরগুনার একজন পুলিশ সদস্য রয়েছেন। অন্য ৩ জনের মধ্যে তালতলীর কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (৬৮), বেতাগী পৌরসভার প্রকৌশলী (৫১) ও পাথরঘাটা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসারের মা (৫২) রয়েছেন।
বুধবার সকাল পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৭৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জন।
এ দিকে মঙ্গলবার জ্বর-কাশি নিয়ে হাসপাতালে পরীক্ষার জন্য আসার প্রস্তুতির সময় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া একজন সঙ্গীত শিল্পীর জানাজা ও দাফন স্বাস্থ্য বিধি মেনে প্রশাসন ও যুব রেডক্রিসেন্ট কর্মীরা সম্পন্ন করেন।