গাজীপুরে করোনায় আক্রান্ত আড়াই হাজার ছাড়াল
গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫১১ জনে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন।
বুধবার বিকালে গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, ৫০১ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরে সর্বাধিক ১০১ জন। এ ছাড়া কালিয়াকৈরে ২৭ জন ও শ্রীপুরে ২১ জন। কালীগঞ্জ ও কাপাসিয়ায় নতুন করে কোনো আক্রান্ত নেই।
সিভিল সার্জন বলেন, গাজীপুরে মোট আক্রান্ত ২ হাজার ৫১১ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৩০৯ জন, কালীগঞ্জে ১৯৮, কাপাসিয়ায় ১৫৩, শ্রীপুর উপজেলায় ২৬৯ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১ হাজার ৫৮২ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ জন। বুধবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯৯ জন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুর জেলায় বুধবার পর্যন্ত ১৮ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গাজীপুরে করোনায় আক্রান্ত আড়াই হাজার ছাড়াল
গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫১১ জনে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন।
বুধবার বিকালে গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, ৫০১ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরে সর্বাধিক ১০১ জন। এ ছাড়া কালিয়াকৈরে ২৭ জন ও শ্রীপুরে ২১ জন। কালীগঞ্জ ও কাপাসিয়ায় নতুন করে কোনো আক্রান্ত নেই।
সিভিল সার্জন বলেন, গাজীপুরে মোট আক্রান্ত ২ হাজার ৫১১ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৩০৯ জন, কালীগঞ্জে ১৯৮, কাপাসিয়ায় ১৫৩, শ্রীপুর উপজেলায় ২৬৯ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১ হাজার ৫৮২ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ জন। বুধবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯৯ জন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুর জেলায় বুধবার পর্যন্ত ১৮ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।