করোনাভাইরাসে কুমিল্লার ডা. মুজিবুর রহমানের মৃত্যু

 কুমিল্লা ব্যুরো 
২০ জুন ২০২০, ০৮:৩২ পিএম  |  অনলাইন সংস্করণ

করোনাভাইরাসে প্রাণ হারালেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুজিবুর রহমান রিপন। শনিবার দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৩ জুন ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. মুজিবুর রহমান রিপন। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।

ডা. মজিবুর রহমান রিপনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মুজিবুর রহমান।

কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সফিকুর রহমান পাটোয়ারী এবং সেখানে কর্মরত একাধিক কর্মকর্তা জানান, বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টসহ অসুস্থতায় ভুগছিলেন ডা. মুজিবুর রহমান রিপন। কুমিল্লায় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। পেশাগত কারণে তিনি দীর্ঘদিন দুই ছেলে এবং চিকিৎসক স্ত্রীকে নিয়ে কুমিল্লায় বসবাস করে আসছিলেন। তিনি ফরিদপুর মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : করোনায় চিকিৎসকের মৃত্যু