রাঙ্গামাটিতে করোনায় আক্রান্ত ২৫৬ জন, সুস্থ ১১৪
রাঙ্গামাটি প্রতিনিধি
২৯ জুন ২০২০, ২২:৩১:৪১ | অনলাইন সংস্করণ
রাঙ্গামাটিতে নতুন শনাক্ত ২৫ জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১১৪ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাংকারসহ সরকারি চাকরিজীবী। জেলা স্বাস্থ্য বিভাগ সর্বশেষ এসব তথ্য নিশ্চিত করেছে।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, সদরসহ জেলায় আক্রান্ত ২৫৬ জনের মধ্যে ১১৪ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। করোনাজয়ীরা বর্তমানে সবাই সুস্থ এবং যার যার স্বাভাবিক কাজে জড়িত হয়েছেন।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদরে ১৫৪, লংগদুতে ৭, নানিয়ারচরে ২, কাউখালীতে ১৭, কাপ্তাইয়ে ৫৪, রাজস্থলীতে ৪, বিলাইছড়িতে ২, জুরাছড়িতে ৬, বরকলে ১ ও বাঘাইছড়ি উপজেলায় ৯ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১৩ জন। বাকিরা হোম আইসোলেশনে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাবিষয়ক মুখপাত্র ডা. মোস্তফা কামাল বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললে জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাঙ্গামাটিতে করোনায় আক্রান্ত ২৫৬ জন, সুস্থ ১১৪
রাঙ্গামাটিতে নতুন শনাক্ত ২৫ জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১১৪ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাংকারসহ সরকারি চাকরিজীবী। জেলা স্বাস্থ্য বিভাগ সর্বশেষ এসব তথ্য নিশ্চিত করেছে।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, সদরসহ জেলায় আক্রান্ত ২৫৬ জনের মধ্যে ১১৪ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। করোনাজয়ীরা বর্তমানে সবাই সুস্থ এবং যার যার স্বাভাবিক কাজে জড়িত হয়েছেন।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদরে ১৫৪, লংগদুতে ৭, নানিয়ারচরে ২, কাউখালীতে ১৭, কাপ্তাইয়ে ৫৪, রাজস্থলীতে ৪, বিলাইছড়িতে ২, জুরাছড়িতে ৬, বরকলে ১ ও বাঘাইছড়ি উপজেলায় ৯ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১৩ জন। বাকিরা হোম আইসোলেশনে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাবিষয়ক মুখপাত্র ডা. মোস্তফা কামাল বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললে জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে।