হবিগঞ্জে একদিনেই সাংবাদিক-বিচারকসহ ১১৭ জনের করোনা শনাক্ত
হবিগঞ্জ প্রতিনিধি
০১ জুলাই ২০২০, ২৩:২৮:৪৫ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জে অতীতের সব রেকর্ড ভেঙ্গে একদিনেই ১১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার বিকেলে তাদের রিপোর্ট এসেছে। এর মাঝে সাংবাদিক, চিকিৎসক, ব্যাংকার, পুলিশ, বিচারকও রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৭২২ জন আক্রান্ত হলেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, আক্রান্তদের মধ্যে শুধু হবিগঞ্জ সদর উপজেলায়ই ৫৯ জন রয়েছেন। এ ছাড়া মাধবপুরে ১৭, চুনারুঘাটে ১৬, নবীগঞ্জে ১৫, বাহুবলে ৯ ও বানিয়াচংয়ে ১ জন আক্রান্ত হয়েছেন। এর মাঝে ১ জন ডাক্তার, ১ জন সাংবাদিক, ৩ জন ব্যাংকার, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচার বিভাগের বিভিন্ন পদের ১৩ জন কর্মচারী ও বেশ কয়েকজন পুলিশ রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ৭২২ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২১৮ জন এবং মারা গেছেন ৬ জন।
তিনি বলেন, এটি একদিনে আক্রান্তের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এখন নিজে থেকে সাবধান থাকা ছাড়া আর উপায় নেই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হবিগঞ্জে একদিনেই সাংবাদিক-বিচারকসহ ১১৭ জনের করোনা শনাক্ত
হবিগঞ্জে অতীতের সব রেকর্ড ভেঙ্গে একদিনেই ১১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার বিকেলে তাদের রিপোর্ট এসেছে। এর মাঝে সাংবাদিক, চিকিৎসক, ব্যাংকার, পুলিশ, বিচারকও রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৭২২ জন আক্রান্ত হলেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, আক্রান্তদের মধ্যে শুধু হবিগঞ্জ সদর উপজেলায়ই ৫৯ জন রয়েছেন। এ ছাড়া মাধবপুরে ১৭, চুনারুঘাটে ১৬, নবীগঞ্জে ১৫, বাহুবলে ৯ ও বানিয়াচংয়ে ১ জন আক্রান্ত হয়েছেন। এর মাঝে ১ জন ডাক্তার, ১ জন সাংবাদিক, ৩ জন ব্যাংকার, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচার বিভাগের বিভিন্ন পদের ১৩ জন কর্মচারী ও বেশ কয়েকজন পুলিশ রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ৭২২ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২১৮ জন এবং মারা গেছেন ৬ জন।
তিনি বলেন, এটি একদিনে আক্রান্তের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এখন নিজে থেকে সাবধান থাকা ছাড়া আর উপায় নেই।