কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

 কুমিল্লা ব্যুরো 
০২ জুলাই ২০২০, ০২:৫১ পিএম  |  অনলাইন সংস্করণ
করোনাভাইরাস
ফাইল ছবি

কুমিল্লায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।

ওই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৩৮ জন এবং উপসর্গ নিয়ে আরও ৭৯ জন চিকিৎসাধীন।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জেলার চান্দিনা উপজেলার ইউসুফ আলী (৪৯), নগরীর ঠাকুরপাড়া এলাকার যুবক নাবিল (২৮), জেলার দেবিদ্বার উপজেলার তালতলা গ্রামের হাজী জব্বার আলী (৮০), জেলার আদর্শ সদর উপজেলার বলরামপুর এলাকার রিনা আক্তার (৫২) ও জেলার ব্রাহ্মণপাড়া এলাকার দুদু মিয়া (৬৪) মারা গেছেন।

এদিকে গত এপ্রিল মাস থেকে এ পর্যন্ত কুমেকে করোনা পজিটিভ নিয়ে ২৬ জন এবং উপসর্গ নিয়ে ১৩২ জনের প্রাণ গেছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

২৮ মে, ২০২৩