খুলনায় ঘরে ঘরে ওষুধসামগ্রী পৌঁছে দেবে ‘অনলাইন মেডিসিন মার্ট’
খুলনা ব্যুরো
০৫ জুলাই ২০২০, ২২:৩৬:১১ | অনলাইন সংস্করণ
খুলনার মানুষ এখন থেকে ব্যবহারকারী ওষুধ, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী এবং চিকিৎসা সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে ‘অনলাইন মেডিসিন মার্ট, খুলনা’ (Online Medicine Mart, Khulna) অ্যাপসের মাধ্যমে।
সামাজিক দূরত্ব বজায় রেখে ডিজিটাল পদ্ধতিতে ওষুধসামগ্রী সংগ্রহের এই অ্যাপসটি রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ প্রমুখ।
জানা যায়, অ্যাপসটির মাধ্যমে ওষুধ কিনতে হলে অবশ্যই BMDC লাইসেন্সধারী চিকিৎসকের যথাযথ প্রেসক্রিপশন আপলোড করতে হবে এবং চিকিৎসকের BMDC নিবন্ধন নম্বর উল্লেখ করতে হবে। ওষুধ ব্যতীত অন্যান্য দ্রব্যাদি ক্রয়ের ক্ষেত্রে প্রেসক্রিপশন প্রয়োজন হবে না।
এ ছাড়া জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে নিয়োজিত ডেলিভারি ম্যানের মাধ্যমে ঘরে ঘরে চাহিদা অনুযায়ী পণ্যগুলো পৌঁছে দেয়া হবে। এ ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ মিনিমাম ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে। ডেলিভারি চার্জও এলাকাভিত্তিতে উল্লিখিত থাকবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
খুলনায় ঘরে ঘরে ওষুধসামগ্রী পৌঁছে দেবে ‘অনলাইন মেডিসিন মার্ট’
খুলনার মানুষ এখন থেকে ব্যবহারকারী ওষুধ, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী এবং চিকিৎসা সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে ‘অনলাইন মেডিসিন মার্ট, খুলনা’ (Online Medicine Mart, Khulna) অ্যাপসের মাধ্যমে।
সামাজিক দূরত্ব বজায় রেখে ডিজিটাল পদ্ধতিতে ওষুধসামগ্রী সংগ্রহের এই অ্যাপসটি রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ প্রমুখ।
জানা যায়, অ্যাপসটির মাধ্যমে ওষুধ কিনতে হলে অবশ্যই BMDC লাইসেন্সধারী চিকিৎসকের যথাযথ প্রেসক্রিপশন আপলোড করতে হবে এবং চিকিৎসকের BMDC নিবন্ধন নম্বর উল্লেখ করতে হবে। ওষুধ ব্যতীত অন্যান্য দ্রব্যাদি ক্রয়ের ক্ষেত্রে প্রেসক্রিপশন প্রয়োজন হবে না।
এ ছাড়া জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে নিয়োজিত ডেলিভারি ম্যানের মাধ্যমে ঘরে ঘরে চাহিদা অনুযায়ী পণ্যগুলো পৌঁছে দেয়া হবে। এ ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ মিনিমাম ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে। ডেলিভারি চার্জও এলাকাভিত্তিতে উল্লিখিত থাকবে।