রাজশাহীতে করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ১৬৭
রাজশাহী ব্যুরো
০৮ জুলাই ২০২০, ১৬:৫৭:৫৮ | অনলাইন সংস্করণ
রাজশাহী বিভাগে করোনায় নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বিভাগে এ নিয়ে ১০৩ জনের মৃত্যু হল। মঙ্গলবার নতুন তিনজনের মৃত্যু হয়। এ দিন নতুন আরও ১৬৭ জনের কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া নতুন তিনজনের মধ্যে দুইজনের বাড়ি বগুড়া। অন্যজন নওগাঁ জেলার বাসিন্দা।
এ পর্যন্ত বগুড়ায় ৬৪ জনের মৃত্যু হল। এ ছাড়া রাজশাহীতে ১২, নওগাঁয় ৮, নাটোরে ১ এবং সিরাজগঞ্জ ও পাবনায় ৯ জন করে মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে এখনও কারও মৃত্যু হয়নি।
নতুন ১৬৭ রোগীর মধ্যে ৬০ জনই রাজশাহী জেলার বাসিন্দা। এ ছাড়া পাবনায় ২ জন, বগুড়ায় ৫৫ জন, নাটোরে ৩ জন, সিরাজগঞ্জে ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন, নওগাঁয় ২ জন শনাক্ত হয়েছেন।
রাজশাহী বিভাগে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬২৭ জন। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৩ হাজার ৫০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রাজশাহীতে ১ হাজার ৩৩৮ জন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১১৬ জন, নওগাঁয় ৫৮৬ জন, নাটোরে ২৫৬ জন, জয়পুরহাটে ৫১১ জন, সিরাজগঞ্জে ৭২০ জন এবং পাবনায় ৫৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার করোনামুক্ত হয়েছেন ৩২৮ জন। এদের মধ্যে ১৭৯ জন বগুড়ার বাসিন্দা। এ দিন রাজশাহীর ৮৩, চাঁপাইনবাবগঞ্জের ১৫, নওগাঁর ২, নাটোরের ৩, সিরাজগঞ্জের ১১ এবং পাবনার ৮ জন সুস্থ হয়েছেন।
গোটা রাজশাহী বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬৮১ জন কোভিড-১৯ রোগী। এর মধ্যে রাজশাহীর ১৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯০ জন, নওগাঁর ৪২৫ জন, নাটোরের ৯১ জন, জয়পুরহাটের ১৬৩ জন, বগুড়ার ১ হাজার ৩৫৭ জন, সিরাজগঞ্জের ১১৪ জন এবং পাবনার ১৯০ জন করোনামুক্ত হয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজশাহীতে করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ১৬৭
রাজশাহী বিভাগে করোনায় নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বিভাগে এ নিয়ে ১০৩ জনের মৃত্যু হল। মঙ্গলবার নতুন তিনজনের মৃত্যু হয়। এ দিন নতুন আরও ১৬৭ জনের কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া নতুন তিনজনের মধ্যে দুইজনের বাড়ি বগুড়া। অন্যজন নওগাঁ জেলার বাসিন্দা।
এ পর্যন্ত বগুড়ায় ৬৪ জনের মৃত্যু হল। এ ছাড়া রাজশাহীতে ১২, নওগাঁয় ৮, নাটোরে ১ এবং সিরাজগঞ্জ ও পাবনায় ৯ জন করে মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে এখনও কারও মৃত্যু হয়নি।
নতুন ১৬৭ রোগীর মধ্যে ৬০ জনই রাজশাহী জেলার বাসিন্দা। এ ছাড়া পাবনায় ২ জন, বগুড়ায় ৫৫ জন, নাটোরে ৩ জন, সিরাজগঞ্জে ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন, নওগাঁয় ২ জন শনাক্ত হয়েছেন।
রাজশাহী বিভাগে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬২৭ জন। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৩ হাজার ৫০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রাজশাহীতে ১ হাজার ৩৩৮ জন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১১৬ জন, নওগাঁয় ৫৮৬ জন, নাটোরে ২৫৬ জন, জয়পুরহাটে ৫১১ জন, সিরাজগঞ্জে ৭২০ জন এবং পাবনায় ৫৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার করোনামুক্ত হয়েছেন ৩২৮ জন। এদের মধ্যে ১৭৯ জন বগুড়ার বাসিন্দা। এ দিন রাজশাহীর ৮৩, চাঁপাইনবাবগঞ্জের ১৫, নওগাঁর ২, নাটোরের ৩, সিরাজগঞ্জের ১১ এবং পাবনার ৮ জন সুস্থ হয়েছেন।
গোটা রাজশাহী বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬৮১ জন কোভিড-১৯ রোগী। এর মধ্যে রাজশাহীর ১৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯০ জন, নওগাঁর ৪২৫ জন, নাটোরের ৯১ জন, জয়পুরহাটের ১৬৩ জন, বগুড়ার ১ হাজার ৩৫৭ জন, সিরাজগঞ্জের ১১৪ জন এবং পাবনার ১৯০ জন করোনামুক্ত হয়েছেন।