গাজীপুরে করোনায় মৃত বেড়ে ৪৮, নতুন আক্রান্ত ৩৭
গাজীপুর প্রতিনিধি
১১ জুলাই ২০২০, ০৯:৩৫:৪১ | অনলাইন সংস্করণ
গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে তিন হাজার ৮২৯ জন করোনা শনাক্ত হলো। এরমধ্যে নতুন করে পাঁচজনসহ ১৬৫৩ জন সুস্থ হয়েছেন।
গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান,গত ২৪ ঘন্টায় ৩৪৩ জনের নমুনায় নতুন ৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬৫৩ জন এবং নতুন দুজনের মৃত্যুসহ এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮ জনের।
গাজীপুরে এপর্যন্ত ২৭ হাজার ৫৫১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গাজীপুরে করোনায় মৃত বেড়ে ৪৮, নতুন আক্রান্ত ৩৭
গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে তিন হাজার ৮২৯ জন করোনা শনাক্ত হলো। এরমধ্যে নতুন করে পাঁচজনসহ ১৬৫৩ জন সুস্থ হয়েছেন।
গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান,গত ২৪ ঘন্টায় ৩৪৩ জনের নমুনায় নতুন ৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬৫৩ জন এবং নতুন দুজনের মৃত্যুসহ এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮ জনের।
গাজীপুরে এপর্যন্ত ২৭ হাজার ৫৫১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।