Logo
Logo
×

কোভিড-১৯

করোনামুক্ত হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী 

Icon

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০১:৩৩ পিএম

করোনামুক্ত হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী 

বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। 

দীর্ঘ ১৬ দিন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে ফলোআপ পরীক্ষায় প্রতিমন্ত্রীর করোনা নেগেটিভ আসে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম নিজেই মুঠোফোনের মাধ্যমে নিশ্চিত করেছেন। 

এ সময় প্রতিমন্ত্রী জানান, তিনি করোনামুক্ত হয়ে বর্তমানে সম্পূর্ণ সুস্থ অবস্থায় সিএমএইচ হাসপাতালে রয়েছেন। সেখান থেকে ছাড়পত্র নিয়ে শনিবার বাসায় ফিরবেন। এর আগে জাতীয় সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানোর পর করোনা পজেটিভ হলে গত ১ জুলাই পানিসম্পদ প্রতিমন্ত্রী সিএমএইচে ভর্তি হন। 
 

বরিশাল জাহিদ ফারুক শামীম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম