Logo
Logo
×

কোভিড-১৯

কুমিল্লায় করোনা উপসর্গে ২ নারীর মৃত্যু 

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ১১:৫৯ এএম

কুমিল্লায় করোনা উপসর্গে ২ নারীর মৃত্যু 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজন হলেন- জেলার মনোহরগঞ্জের রুহুল আমীনের স্ত্রী পেয়ারা বেগম (৬৫) ও মুরাদনগরের আবদুল মজিদের স্ত্রী নুর জাহান (৬০)।

এদিকে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৪ জন রোগী। বর্তমানে এখানে করোনা আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে মোট ১০৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। 
 

কুমিল্লা করোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম