Logo
Logo
×

কোভিড-১৯

কুমিল্লায় করোনা ও উপসর্গে নারীসহ ৫ জনের মৃত্যু 

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০৭:৪৮ এএম

কুমিল্লায় করোনা ও উপসর্গে নারীসহ ৫ জনের মৃত্যু 

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে নারীসহ পাঁচজন মারা গেছেন। 

শুক্রবার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 

কুমেক হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি যুগান্তরকে জানান, কুমেক হাসপাতালের আইসিইউতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলার দাউদকান্দি উপজেলার আবদুর রশিদ (৫৬) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আবদুল কাদের (৫০) মারা গেছেন। 

এছাড়া করোনার উপসর্গ নিয়ে কুমিল্লা সদর উপজেলার আবু তাহের (৭০), দাউদকান্দি উপজেলার নূর আহম্মেদ (৬৫) এবং দেবিদ্বার উপজেলার হনুফা বেগম (৪০) মারা গেছেন বলে জানান তিনি। 

উল্লেখ্য, এ পর্যন্ত কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫৫ জন। অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৭৭ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৯৬ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩১ জন।

করোনা উসর্গ মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম