বিরামপুরের মেয়র-ইউএনও-এসিল্যান্ড করোনায় আক্রান্ত
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
০২ আগস্ট ২০২০, ১০:৪৯:৫৬ | অনলাইন সংস্করণ
দিনাজপুর বিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাসিয়া তাবাসসুম ঈদের রাতে করোনাভাইরাসে আক্রান্ত রিপোর্ট পেয়েছেন। এর আগে বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী যুগান্তরকে বলেন, শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। শনিবার পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্ত হয়।
ডা. সোলায়মান হোসেন মেহেদী আরও বলেন, এর আগে বিরামপুরের পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলায় এখন পর্যন্ত ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মুহাসিয়া তাবাসসুম যুগান্তরকে বলেন, গত কয়েকদিন ধরেই শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা জন্য দেয়া হয়।শনিবার ঈদের দিনে সন্ধ্যায় করোনা পজিটিভ আসে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিরামপুরের মেয়র-ইউএনও-এসিল্যান্ড করোনায় আক্রান্ত
দিনাজপুর বিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাসিয়া তাবাসসুম ঈদের রাতে করোনাভাইরাসে আক্রান্ত রিপোর্ট পেয়েছেন। এর আগে বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী যুগান্তরকে বলেন, শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। শনিবার পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্ত হয়।
ডা. সোলায়মান হোসেন মেহেদী আরও বলেন, এর আগে বিরামপুরের পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলায় এখন পর্যন্ত ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মুহাসিয়া তাবাসসুম যুগান্তরকে বলেন, গত কয়েকদিন ধরেই শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা জন্য দেয়া হয়।শনিবার ঈদের দিনে সন্ধ্যায় করোনা পজিটিভ আসে।