ঝিনইদহে করোনায় একজনের মৃত্যু
ঝিনইদহে করোনায় আক্রান্ত হয়ে বেলায়েত হোসেন (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে। ঈদের দিন শনিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
বেলায়েত হোসেন জেলা শহরের নতুন কোর্টপাড়ার মৃত আবদুল লতিফের ছেলে।
নমুনায় করোনা ধরা পড়ার পর থেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শনিবার সকালে মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুপুরের দিকে তার শরীরের অবস্থার আরও অবনতি হয়। এরপর তাকে নেয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত ৯টার দিকে মারা যান তিনি। রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় পৌর কবরস্থানে দাফন করা হয় তাকে।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মো. আবদুল হামিদ খান জানান, সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. আমিনুল ইসলামের নেতৃত্ব স্বাস্থ্যবিধি অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটির সদস্যগণের মাধ্যমে দাফন কাজ সম্পন্ন করা হয়। এ নিয়ে ৩৫টি লাশ দাফন করা হল বলে জানান তিনি।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন জানান, রোববার আরও ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমান জেলায় মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৯৮৩ জন। ঝিনাইদহ সদর উপজেলায় ৪৬১, শৈলকূপায় ১১৫, হরিণাকুণ্ডুতে ৪০,কালীগঞ্জে ২৬৪, কোটচাঁদপুরে ৬৯ এবং মহেশপুর উপজেলায় ৩৪ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১৪ জন। এই মুহূর্তে কোভিড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৯ জন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঝিনইদহে করোনায় একজনের মৃত্যু
ঝিনইদহে করোনায় আক্রান্ত হয়ে বেলায়েত হোসেন (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে। ঈদের দিন শনিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
বেলায়েত হোসেন জেলা শহরের নতুন কোর্টপাড়ার মৃত আবদুল লতিফের ছেলে।
নমুনায় করোনা ধরা পড়ার পর থেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শনিবার সকালে মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুপুরের দিকে তার শরীরের অবস্থার আরও অবনতি হয়। এরপর তাকে নেয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত ৯টার দিকে মারা যান তিনি। রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় পৌর কবরস্থানে দাফন করা হয় তাকে।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মো. আবদুল হামিদ খান জানান, সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. আমিনুল ইসলামের নেতৃত্ব স্বাস্থ্যবিধি অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটির সদস্যগণের মাধ্যমে দাফন কাজ সম্পন্ন করা হয়। এ নিয়ে ৩৫টি লাশ দাফন করা হল বলে জানান তিনি।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন জানান, রোববার আরও ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমান জেলায় মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৯৮৩ জন। ঝিনাইদহ সদর উপজেলায় ৪৬১, শৈলকূপায় ১১৫, হরিণাকুণ্ডুতে ৪০,কালীগঞ্জে ২৬৪, কোটচাঁদপুরে ৬৯ এবং মহেশপুর উপজেলায় ৩৪ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১৪ জন। এই মুহূর্তে কোভিড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৯ জন।