কুমিল্লায় করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু
কুমিল্লায় করোনাভাইরাসের উপসর্গে ৬ জন মারা গেছে। বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী।
কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার নুরজাহান (৫৫), সদর দক্ষিণের আছিয়া খাতুন (৬৫), বরুড়ার তৈয়ব আলী (৭৯), সদর উপজেলার চাঁন বানু (৮০), নগরীর উত্তর চর্থার বাবলু মিয়া (৫৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আবুল খায়ের (৬৫) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।
এসব রোগী জ্বর, শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
কুমেক সূত্র জানায়, বর্তমানে এ হাসপাতালে আরও ৫২ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ২৭ জন পুরুষ ও ২৫ জন নারী। আর আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এখন পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৩৩৯ জন মারা গেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু
কুমিল্লায় করোনাভাইরাসের উপসর্গে ৬ জন মারা গেছে। বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী।
কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার নুরজাহান (৫৫), সদর দক্ষিণের আছিয়া খাতুন (৬৫), বরুড়ার তৈয়ব আলী (৭৯), সদর উপজেলার চাঁন বানু (৮০), নগরীর উত্তর চর্থার বাবলু মিয়া (৫৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আবুল খায়ের (৬৫) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।
এসব রোগী জ্বর, শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
কুমেক সূত্র জানায়, বর্তমানে এ হাসপাতালে আরও ৫২ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ২৭ জন পুরুষ ও ২৫ জন নারী। আর আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এখন পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৩৩৯ জন মারা গেছেন।