কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু
কুমিল্লা ব্যুরো
১৮ আগস্ট ২০২০, ১৩:৫৬:২১ | অনলাইন সংস্করণ
কুমিল্লায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- নগরীর শাকতলা এলাকার নূরজাহান বেগম (৬০), জেলার বরুড়া উপজেলার বাঁশতলী গ্রামের কল্পনা রানী পাল (৬৫), চৌদ্দগ্রাম
উপজেলার দেলোয়ার হোসেন (৬০), একই উপজেলার শ্রীপুর কালিয়াপাড়া এলাকার দিলিপ কুমার ভৌমিক (৬২), লালমাই উপজেলার আবদুল জাব্বার (৭৩) এবং
একই উপজেলার বাগমারা এলাকার সৈয়দপুর গ্রামের এ কে এম সিরাজুল ইসলাম (৭৫)।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই ছয় রোগী কুমিল্লা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ ছাড়া এই হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৬৭ জন মারা গেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু
কুমিল্লায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- নগরীর শাকতলা এলাকার নূরজাহান বেগম (৬০), জেলার বরুড়া উপজেলার বাঁশতলী গ্রামের কল্পনা রানী পাল (৬৫), চৌদ্দগ্রাম
উপজেলার দেলোয়ার হোসেন (৬০), একই উপজেলার শ্রীপুর কালিয়াপাড়া এলাকার দিলিপ কুমার ভৌমিক (৬২), লালমাই উপজেলার আবদুল জাব্বার (৭৩) এবং
একই উপজেলার বাগমারা এলাকার সৈয়দপুর গ্রামের এ কে এম সিরাজুল ইসলাম (৭৫)।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই ছয় রোগী কুমিল্লা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ ছাড়া এই হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৬৭ জন মারা গেছেন।