রংপুর বিভাগে করোনা আক্রান্ত ১৩ হাজার ৩৯৪, মৃত্যু ২৪৭
রংপুর ব্যুরো
১৭ নভেম্বর ২০২০, ২২:৩৩:২৬ | অনলাইন সংস্করণ
রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া শনাক্ত রোগীর সংখ্যা তেরো হাজার ছাড়িয়েছে। এই বিভাগের আট জেলায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯৪ জনে। এদের মধ্যে ২৪৭ জনের মৃত্যু হয়েছে। করোনা মুক্ত হয়েছেন ১২ হাজার ৪১০ জন।
এ পরিসংখ্যান চলতি বছরের গত এপ্রিল মাস থেকে মঙ্গলবার ১৭ নভেম্বর পর্যন্ত।
এদিকে মোট শনাক্তের মধ্যে গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় নতুন ২৪ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওই পরিসংখ্যানে বলা হয়েছে, রংপুর বিভাগের আট জেলায় মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্ত ৪০ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ৩৩, দিনাজপুরে তিন, ঠাকুরগাঁওয়ে তিন এবং গাইবান্ধা জেলায় একজন রয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯৪ জনে। বিভাগের তিন জেলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪৭ জনে পৌঁছেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রমতে, রংপুর বিভাগের আট জেলার মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর বিবেচনায় সর্বোচ্চসংখ্যক দিনাজপুর জেলায়। এ জেলায় শনাক্ত হয়েছে তিন হাজার ৮১৮ জন এবং মৃত্যু দাঁড়িয়েছে ৯০ জনে। এরপরই রংপুর জেলায় তিন হাজার ২৮১ জন শনাক্তের বিপরীতে মৃত্যু হয়েছে ৫৩ জনের।
এছাড়া গাইবান্ধা জেলায় শনাক্ত এক হাজার ২৬০ জন ও মৃত্যু ১৪ জন, নীলফামারী জেলায় এক হাজার ১৭৭ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছে ২১ জনের, ঠাকুরগাঁও জেলায় শনাক্ত এক হাজার ২৯৪ ও মৃত্যু ২৭ জন, কুড়িগ্রাম জেলায় ৯৫১ জন শনাক্ত এবং মৃত্যু ১৫ জনের। লালমনিরহাট জেলায় ৯০৯ জন শনাক্ত এবং মৃত্যু বেড়ে পৌঁছেছে ১০ জনে, পঞ্চগড় জেলায় শনাক্ত ৭০৪ ও মৃত্যু হয়েছে ১৭ জনের।
এদিকে করোনা সন্দেহে এ বিভাগে কোয়ারেন্টিনে রাখা রয়েছেন ৮৫ হাজার ২৫৩ জনকে। একই সময়ে বিভাগে ১৯ জনসহ মোট ৭৯ হাজার ২৮৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রংপুর বিভাগে করোনা আক্রান্ত ১৩ হাজার ৩৯৪, মৃত্যু ২৪৭
রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া শনাক্ত রোগীর সংখ্যা তেরো হাজার ছাড়িয়েছে। এই বিভাগের আট জেলায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯৪ জনে। এদের মধ্যে ২৪৭ জনের মৃত্যু হয়েছে। করোনা মুক্ত হয়েছেন ১২ হাজার ৪১০ জন।
এ পরিসংখ্যান চলতি বছরের গত এপ্রিল মাস থেকে মঙ্গলবার ১৭ নভেম্বর পর্যন্ত।
এদিকে মোট শনাক্তের মধ্যে গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় নতুন ২৪ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওই পরিসংখ্যানে বলা হয়েছে, রংপুর বিভাগের আট জেলায় মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্ত ৪০ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ৩৩, দিনাজপুরে তিন, ঠাকুরগাঁওয়ে তিন এবং গাইবান্ধা জেলায় একজন রয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯৪ জনে। বিভাগের তিন জেলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪৭ জনে পৌঁছেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রমতে, রংপুর বিভাগের আট জেলার মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর বিবেচনায় সর্বোচ্চসংখ্যক দিনাজপুর জেলায়। এ জেলায় শনাক্ত হয়েছে তিন হাজার ৮১৮ জন এবং মৃত্যু দাঁড়িয়েছে ৯০ জনে। এরপরই রংপুর জেলায় তিন হাজার ২৮১ জন শনাক্তের বিপরীতে মৃত্যু হয়েছে ৫৩ জনের।
এছাড়া গাইবান্ধা জেলায় শনাক্ত এক হাজার ২৬০ জন ও মৃত্যু ১৪ জন, নীলফামারী জেলায় এক হাজার ১৭৭ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছে ২১ জনের, ঠাকুরগাঁও জেলায় শনাক্ত এক হাজার ২৯৪ ও মৃত্যু ২৭ জন, কুড়িগ্রাম জেলায় ৯৫১ জন শনাক্ত এবং মৃত্যু ১৫ জনের। লালমনিরহাট জেলায় ৯০৯ জন শনাক্ত এবং মৃত্যু বেড়ে পৌঁছেছে ১০ জনে, পঞ্চগড় জেলায় শনাক্ত ৭০৪ ও মৃত্যু হয়েছে ১৭ জনের।
এদিকে করোনা সন্দেহে এ বিভাগে কোয়ারেন্টিনে রাখা রয়েছেন ৮৫ হাজার ২৫৩ জনকে। একই সময়ে বিভাগে ১৯ জনসহ মোট ৭৯ হাজার ২৮৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।