অনুন্নত দেশগুলোকে ভ্যাকসিন পেতে সহায়তার আহ্বান মেরকেলের
অনলাইন ডেস্ক
২৩ নভেম্বর ২০২০, ১৩:১৯:৫১ | অনলাইন সংস্করণ
অনুন্নত রাষ্ট্রের নাগরিকদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে ধনী রাষ্ট্রগুলোকে অর্থ সহায়তার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল৷
করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি৷ খবর ডয়েচে ভেলের।
উন্নত রাষ্ট্রগুলোর জোট জি-২০ সম্মেলনে রোববার জার্মান চ্যান্সেলর ওই আহ্বান জানান। অ্যাঙ্গেলা মেরকেল বলেন, করোনা মহামারী ঠেকাতে জাতিসংঘ, বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ উন্নত দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে৷
করোনাভাইরাসের কারণে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে এবারের জি-২০ সম্মেলন৷ জোটের নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করেন৷ প্রথমবারের মতো সম্মেলনের সভাপতিত্ব করছে সৌদি আরব৷
সম্মেলনে করোনা পরিস্থিতি মোকাবেলায় জি-২০ নেতাদের কাছে চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার চেয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন৷
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অনুন্নত দেশগুলোকে ভ্যাকসিন পেতে সহায়তার আহ্বান মেরকেলের
অনুন্নত রাষ্ট্রের নাগরিকদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে ধনী রাষ্ট্রগুলোকে অর্থ সহায়তার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল৷
করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি৷ খবর ডয়েচে ভেলের।
উন্নত রাষ্ট্রগুলোর জোট জি-২০ সম্মেলনে রোববার জার্মান চ্যান্সেলর ওই আহ্বান জানান। অ্যাঙ্গেলা মেরকেল বলেন, করোনা মহামারী ঠেকাতে জাতিসংঘ, বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ উন্নত দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে৷
করোনাভাইরাসের কারণে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে এবারের জি-২০ সম্মেলন৷ জোটের নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করেন৷ প্রথমবারের মতো সম্মেলনের সভাপতিত্ব করছে সৌদি আরব৷
সম্মেলনে করোনা পরিস্থিতি মোকাবেলায় জি-২০ নেতাদের কাছে চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার চেয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন৷