যুক্তরাষ্ট্রে টানা ৩ সপ্তাহ ধরে দৈনিক এক লাখের বেশি করোনা শনাক্ত
অনলাইন ডেস্ক
২৩ নভেম্বর ২০২০, ১৫:০০:০৬ | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রে টানা তিন সপ্তাহ ধরে প্রতিদিন এক লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। দেশটির জনস হপকিন্স ইনভার্সিটি রোববার এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির দেয়া তথ্যমতে, আমেরিকায় এ পর্যন্ত এক কোটি ২২ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বের যে কোনো দেশের চেয়ে আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন বেশি। খবর সিএনএনের।
বিশ্বে করোনায় আক্রান্ত দ্বিতীয় প্রধান দেশ হিসেবে তালিকায় রয়েছে ভারত। ভারতের চেয়ে আমেরিকায় করোনা সংক্রমিত লোকের সংখ্যা ৯০ লাখ বেশি।
ভারতে এ পর্যন্ত ৯০ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে। সেখানে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ৬০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন।
আমেরিকায় এ পর্যন্ত যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, তার চার ভাগের এক ভাগ হয়েছে শুধু চলতি মাসেই। দেশটির বিভিন্ন প্রদেশে অত্যন্ত দ্রুতগতিতে করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার লাভ করছে।
করোনাভাইরাসের আক্রমণে আমেরিকার যখন এমন লণ্ডভণ্ড অবস্থা, তখন গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-২০ শীর্ষ সম্মেলন দাবি করেছেন, তার দেশ করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় সফল হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যুক্তরাষ্ট্রে টানা ৩ সপ্তাহ ধরে দৈনিক এক লাখের বেশি করোনা শনাক্ত
যুক্তরাষ্ট্রে টানা তিন সপ্তাহ ধরে প্রতিদিন এক লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। দেশটির জনস হপকিন্স ইনভার্সিটি রোববার এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির দেয়া তথ্যমতে, আমেরিকায় এ পর্যন্ত এক কোটি ২২ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বের যে কোনো দেশের চেয়ে আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন বেশি। খবর সিএনএনের।
বিশ্বে করোনায় আক্রান্ত দ্বিতীয় প্রধান দেশ হিসেবে তালিকায় রয়েছে ভারত। ভারতের চেয়ে আমেরিকায় করোনা সংক্রমিত লোকের সংখ্যা ৯০ লাখ বেশি।
ভারতে এ পর্যন্ত ৯০ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে। সেখানে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ৬০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন।
আমেরিকায় এ পর্যন্ত যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, তার চার ভাগের এক ভাগ হয়েছে শুধু চলতি মাসেই। দেশটির বিভিন্ন প্রদেশে অত্যন্ত দ্রুতগতিতে করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার লাভ করছে।
করোনাভাইরাসের আক্রমণে আমেরিকার যখন এমন লণ্ডভণ্ড অবস্থা, তখন গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-২০ শীর্ষ সম্মেলন দাবি করেছেন, তার দেশ করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় সফল হয়েছে।