করোনায় সুনামগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলীর মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ২৩:০২:১৭ | অনলাইন সংস্করণ
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী এমএ মালেক। রোববার সকালে তিনি রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর বিষয়টি সোমবার যুগান্তরকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।
জানা গেছে, সম্প্রতি করোনায় আক্রান্ত হন প্রকৌশলী এমএ মালেক। তিনি ঢাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হলে তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। রোববার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনায় ২৫ জন মারা গেছেন। দুই হাজার ৪৪৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৮২ জন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনায় সুনামগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলীর মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী এমএ মালেক। রোববার সকালে তিনি রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর বিষয়টি সোমবার যুগান্তরকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।
জানা গেছে, সম্প্রতি করোনায় আক্রান্ত হন প্রকৌশলী এমএ মালেক। তিনি ঢাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হলে তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। রোববার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনায় ২৫ জন মারা গেছেন। দুই হাজার ৪৪৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৮২ জন।