আক্রান্তের সংস্পর্শে এসে কোয়ারেটিনে স্পেনের রাজা
যুগান্তর ডেস্ক
২৪ নভেম্বর ২০২০, ১৩:২৮:৪২ | অনলাইন সংস্করণ
কোভিড-১৯ আক্রান্তের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে যেতে হলো স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠকে। তিনি এরই মধ্যে ১০ দিনের কোয়ারেন্টিন শুরু করেছেন। খবর বিবিসির।
৫২ বছর বয়সী রাজা ফিলিপ রোববার এক ব্যক্তির সংস্পর্শে আসে, যিনি করোনা পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন। ওই দিন থেকেই তিনি কোয়ারেন্টিন শুরু করেন।
রাজা কোয়ারেন্টিনে থাকলেও তার স্ত্রী এবং দুই মেয়ে সুস্থ আছেন। তারা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
করোনার সংক্রমণের শুরুতে ইউরোপের যে কয়টি দেশে ভাইরাসটি বড় আঘাত হানে তার মধ্যে স্পেন অন্যতম। পরবর্তীতে সংক্রমণ কমে এলেও শীত মৌসুমে দেশটিতে মহামারিটির দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।
এখন পর্যন্ত স্পেনে ১৬ লাখের বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪৩ হাজার ১৩১ জন।
গেল সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তারা করোনা ভ্যাকসিন পেতে যাচ্ছেন। আগামী বছরের প্রথমার্ধেই এই ভ্যাকসিন পাবেন স্প্যানিশ জনগণ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আক্রান্তের সংস্পর্শে এসে কোয়ারেটিনে স্পেনের রাজা
কোভিড-১৯ আক্রান্তের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে যেতে হলো স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠকে। তিনি এরই মধ্যে ১০ দিনের কোয়ারেন্টিন শুরু করেছেন। খবর বিবিসির।
৫২ বছর বয়সী রাজা ফিলিপ রোববার এক ব্যক্তির সংস্পর্শে আসে, যিনি করোনা পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন। ওই দিন থেকেই তিনি কোয়ারেন্টিন শুরু করেন।
রাজা কোয়ারেন্টিনে থাকলেও তার স্ত্রী এবং দুই মেয়ে সুস্থ আছেন। তারা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
করোনার সংক্রমণের শুরুতে ইউরোপের যে কয়টি দেশে ভাইরাসটি বড় আঘাত হানে তার মধ্যে স্পেন অন্যতম। পরবর্তীতে সংক্রমণ কমে এলেও শীত মৌসুমে দেশটিতে মহামারিটির দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।
এখন পর্যন্ত স্পেনে ১৬ লাখের বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪৩ হাজার ১৩১ জন।
গেল সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তারা করোনা ভ্যাকসিন পেতে যাচ্ছেন। আগামী বছরের প্রথমার্ধেই এই ভ্যাকসিন পাবেন স্প্যানিশ জনগণ।