ইতালিতে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়াল
কোভিড ১৯-এ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ইউরোপে করোনার দাপট কিছু দিন স্তিমিত থেকে ফের চলছে দ্বিতীয় ঢেউ। ইউরোপে প্রথম সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত দেশ ইতালিতে মোট মৃত্যু ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৭৯৫ জন। আর মারা গেছেন ৫০ হাজার ৪৫৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৮৪ হাজার ৪৯৩ জন।
সেপ্টেম্বরের প্রথম থেকে দেশটিতে করোনাভাইরাসে প্রায় ১৫ হাজার লোক মারা গেছেন।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৩০ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯৩০ জন।
এর আগে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও যুক্তরাজ্য মৃত্যুর ৫০ হাজার সংখ্যা পার করেছে। ইতালিও সেই তালিকায় যোগ দিল।
করোনার দ্বিতীয় ঢেউ চলায় দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে গত সপ্তাহে ক্রিসমাস উদযাপনকালে আলিঙ্গন, চুমো এবং লোকজনের জড়ো হওয়ার বিষয়ে সতর্ক করেছেন। বলেছেন, এসব এড়িয়ে না চললে জানুয়ারিতে আমাদের অনেক লাশ গুনতে হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইতালিতে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়াল
কোভিড ১৯-এ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ইউরোপে করোনার দাপট কিছু দিন স্তিমিত থেকে ফের চলছে দ্বিতীয় ঢেউ। ইউরোপে প্রথম সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত দেশ ইতালিতে মোট মৃত্যু ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৭৯৫ জন। আর মারা গেছেন ৫০ হাজার ৪৫৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৮৪ হাজার ৪৯৩ জন।
সেপ্টেম্বরের প্রথম থেকে দেশটিতে করোনাভাইরাসে প্রায় ১৫ হাজার লোক মারা গেছেন।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৩০ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯৩০ জন।
এর আগে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও যুক্তরাজ্য মৃত্যুর ৫০ হাজার সংখ্যা পার করেছে। ইতালিও সেই তালিকায় যোগ দিল।
করোনার দ্বিতীয় ঢেউ চলায় দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে গত সপ্তাহে ক্রিসমাস উদযাপনকালে আলিঙ্গন, চুমো এবং লোকজনের জড়ো হওয়ার বিষয়ে সতর্ক করেছেন। বলেছেন, এসব এড়িয়ে না চললে জানুয়ারিতে আমাদের অনেক লাশ গুনতে হবে।