বগুড়ায় ২৪ ঘণ্টায় ৩০ জন করোনায় আক্রান্ত
বগুড়ায় কিছুদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কম থাকলেও শীতের সঙ্গে সঙ্গে এর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা আট হাজার ৬৪৭ জন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, দুটি পিসিআর ল্যাবে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১৯০ জনের মধ্যে ২৯ জন করোনা আক্রান্ত হন। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে তিনজনের নমুনার মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন একজন।
সূত্রটি আরও জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদরে ২২ জন, ধুনটে চারজন, গাবতলীতে দুজন এবং শিবগঞ্জ ও নন্দীগ্রাম উপজেলায় একজন করে। এ সময় সুস্থ হয়েছেন ২৮ জন।
এ নিয়ে জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত হলেন আট হাজার ৬৪৭ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৩১ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, ২০২ জন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বগুড়ায় ২৪ ঘণ্টায় ৩০ জন করোনায় আক্রান্ত
বগুড়ায় কিছুদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কম থাকলেও শীতের সঙ্গে সঙ্গে এর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা আট হাজার ৬৪৭ জন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, দুটি পিসিআর ল্যাবে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১৯০ জনের মধ্যে ২৯ জন করোনা আক্রান্ত হন। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে তিনজনের নমুনার মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন একজন।
সূত্রটি আরও জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদরে ২২ জন, ধুনটে চারজন, গাবতলীতে দুজন এবং শিবগঞ্জ ও নন্দীগ্রাম উপজেলায় একজন করে। এ সময় সুস্থ হয়েছেন ২৮ জন।
এ নিয়ে জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত হলেন আট হাজার ৬৪৭ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৩১ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, ২০২ জন।