করোনায় আক্রান্ত বাপ্পারাজসহ পরিবারের ৬ সদস্য
বিনোদন ডেস্ক
২৫ নভেম্বর ২০২০, ০১:৫৪:৫৭ | অনলাইন সংস্করণ
শীতের শুরুতেই ভয়ঙ্কর হয়ে উঠেছে মহামারী করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। দেশের শোবিজেও নতুন করে করোনার থাবা পড়েছে।
কয়েকদিন আগে অভিনেতা আজিজুল হাকিম, চিত্রনায়ক ফারুক, টিভি অভিনেতা অপূর্ব ও জাদুশিল্পী জুয়েল আইচসহ অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন।
এবার জানা গেছে, এই মহামারী হানা দিয়েছে প্রয়াত নায়করাজ রাজ্জাকের পরিবারে। তার দুই ছেলে বাপ্পারাজ, সম্রাটসহ আক্রান্ত হয়েছেন পরিবারের ছয়জন! তবে সুস্থ রয়েছেন রাজ্জাকপত্নী খায়রুন্নেছা লক্ষ্মী।
গত ১৯ নভেম্বর এ দুই চিত্রনায়কের স্ত্রী-সন্তানসহ পুরো পরিবারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন সম্রাট।
মঙ্গলবার দুপুরে সম্রাট বলেন, ‘আমাদের দুই ভাইয়ের পরিবারের সবারই করোনা পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে সবাই ভালো আছি এখনও। চিকিৎসকের পরামর্শ মেনে বাসায়ই চিকিৎসা নিচ্ছি। আম্মা একাই সুস্থ রয়েছেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনায় আক্রান্ত বাপ্পারাজসহ পরিবারের ৬ সদস্য
শীতের শুরুতেই ভয়ঙ্কর হয়ে উঠেছে মহামারী করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। দেশের শোবিজেও নতুন করে করোনার থাবা পড়েছে।
কয়েকদিন আগে অভিনেতা আজিজুল হাকিম, চিত্রনায়ক ফারুক, টিভি অভিনেতা অপূর্ব ও জাদুশিল্পী জুয়েল আইচসহ অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন।
এবার জানা গেছে, এই মহামারী হানা দিয়েছে প্রয়াত নায়করাজ রাজ্জাকের পরিবারে। তার দুই ছেলে বাপ্পারাজ, সম্রাটসহ আক্রান্ত হয়েছেন পরিবারের ছয়জন! তবে সুস্থ রয়েছেন রাজ্জাকপত্নী খায়রুন্নেছা লক্ষ্মী।
গত ১৯ নভেম্বর এ দুই চিত্রনায়কের স্ত্রী-সন্তানসহ পুরো পরিবারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন সম্রাট।
মঙ্গলবার দুপুরে সম্রাট বলেন, ‘আমাদের দুই ভাইয়ের পরিবারের সবারই করোনা পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে সবাই ভালো আছি এখনও। চিকিৎসকের পরামর্শ মেনে বাসায়ই চিকিৎসা নিচ্ছি। আম্মা একাই সুস্থ রয়েছেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’