করোনা রোগী ৬ কোটির মাইলফলক ছাড়াল
সারা বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলেছে। রোজ আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। মৃত্যুর স্তূপ বাড়ছে। এরই মধ্যে বিশ্বে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ৬ কোটির মাইলফলক ছাড়িয়েছে। আর মারা গেছেন ১৪ লাখের বেশি মানুষ। এ তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।
আন্তর্জাতিক এ জরিপ সংস্থার তথ্যানুযায়ী, বুধবার বাংলাদেশ সময় ৩টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ১ লাখ ৫৮ হাজার ২৬১ জন।
সংস্থাটির হিসাব অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ লাখ ১৫ হাজার ৯০৮ জনের।
পরিসখ্যানের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৪ কোটি ১৫ লাখ ৫৪ হাজার ৪৯৭।
করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। মৃত্যু ও আক্রান্তে দেশটি শীর্ষে। ব্রাজিল ও ভারত রয়েছে মৃত্যুতে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনা রোগী ৬ কোটির মাইলফলক ছাড়াল
সারা বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলেছে। রোজ আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। মৃত্যুর স্তূপ বাড়ছে। এরই মধ্যে বিশ্বে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ৬ কোটির মাইলফলক ছাড়িয়েছে। আর মারা গেছেন ১৪ লাখের বেশি মানুষ। এ তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।
আন্তর্জাতিক এ জরিপ সংস্থার তথ্যানুযায়ী, বুধবার বাংলাদেশ সময় ৩টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ১ লাখ ৫৮ হাজার ২৬১ জন।
সংস্থাটির হিসাব অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ লাখ ১৫ হাজার ৯০৮ জনের।
পরিসখ্যানের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৪ কোটি ১৫ লাখ ৫৪ হাজার ৪৯৭।
করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। মৃত্যু ও আক্রান্তে দেশটি শীর্ষে। ব্রাজিল ও ভারত রয়েছে মৃত্যুতে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করা হয়েছে।