করোনায় মারা গেলেন সুদানের সাবেক প্রধানমন্ত্রী মাহদি
অনলাইন ডেস্ক
২৭ নভেম্বর ২০২০, ১২:১৬:০৭ | অনলাইন সংস্করণ
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সুদানের শেষ প্রধানমন্ত্রী সাদিক আল মাহদি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
সংযুক্ত আরব আমিরাতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। মাহদির জাতীয় উম্মা পার্টি এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর এপির।
২৯ অক্টোবর তার করোনা ধরা পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের ওই হাসপাতালে তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর মাহদি মারা যান।
সুদানের ওমদুরমান শহরে শুক্রবার তাকে সমাহিত করা হবে। ১৯৮৯ সালে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী থাকাকালীন এক সামরিক অভ্যুত্থানে মাহদিকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপরই ক্ষমতা দখল করেন সাবেক প্রেসিডেন্ট ওর আল বাশার।
টানা প্রায় ৩ দশক ক্ষমতায় থাকার পর গেল বছর আল বাশারও অভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতাচ্যুত হন। ক্ষমতার এই পালাবদলে দেশটিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন মাহদি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনায় মারা গেলেন সুদানের সাবেক প্রধানমন্ত্রী মাহদি
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সুদানের শেষ প্রধানমন্ত্রী সাদিক আল মাহদি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
সংযুক্ত আরব আমিরাতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। মাহদির জাতীয় উম্মা পার্টি এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর এপির।
২৯ অক্টোবর তার করোনা ধরা পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের ওই হাসপাতালে তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর মাহদি মারা যান।
সুদানের ওমদুরমান শহরে শুক্রবার তাকে সমাহিত করা হবে। ১৯৮৯ সালে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী থাকাকালীন এক সামরিক অভ্যুত্থানে মাহদিকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপরই ক্ষমতা দখল করেন সাবেক প্রেসিডেন্ট ওর আল বাশার।
টানা প্রায় ৩ দশক ক্ষমতায় থাকার পর গেল বছর আল বাশারও অভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতাচ্যুত হন। ক্ষমতার এই পালাবদলে দেশটিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন মাহদি।