কানাডায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ছাড়াল
রাজীব আহসান, কানাডা থেকে
২৭ নভেম্বর ২০২০, ১৪:৩৬:২০ | অনলাইন সংস্করণ
শীত বাড়ার সঙ্গে সঙ্গে কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৩ হাজার ৯৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১ হাজার ৭ শত ৯৯ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৯ শত ২৩ জন।
কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, বৃটিশ কলম্বিয়া, আলবার্টা এবং কুইবেকে ভয়বহ বিস্তার ঘটেছে এ মহামারীর। আর করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে ব্যাপক হারে চাপ পড়ছে।
কানাডার সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিনের এখনো এক মাস বাকি। কানাডার বিভিন্ন প্রদেশের প্রিমিয়াররা ঝাঁপিয়ে পড়ছেন কিভাবে কানাডিয়ানদের স্বাস্থ্যব্যবস্থা সুশৃংখল নিয়ন্ত্রণ এবং ছুটির উপভোগ্য সময়গুলোতে ভারসাম্য তৈরি করা যায়।
কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম বলেছেন, মহামারী চলাকালীন ছুটির মৌসুমে সংক্রমণ ঝুঁকি কমাতে কার্যকর উপায় হল সামাজিক দূরত্ব মেনে চলা এবং প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে না যাওয়া।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডিয়ানরা ২০২১ সালের গোড়ার দিকে প্রথম ডোজ কোভিড-১৯ টিকা পেতে পারেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কানাডায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ছাড়াল
শীত বাড়ার সঙ্গে সঙ্গে কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৩ হাজার ৯৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১ হাজার ৭ শত ৯৯ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৯ শত ২৩ জন।
কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, বৃটিশ কলম্বিয়া, আলবার্টা এবং কুইবেকে ভয়বহ বিস্তার ঘটেছে এ মহামারীর। আর করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে ব্যাপক হারে চাপ পড়ছে।
কানাডার সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিনের এখনো এক মাস বাকি। কানাডার বিভিন্ন প্রদেশের প্রিমিয়াররা ঝাঁপিয়ে পড়ছেন কিভাবে কানাডিয়ানদের স্বাস্থ্যব্যবস্থা সুশৃংখল নিয়ন্ত্রণ এবং ছুটির উপভোগ্য সময়গুলোতে ভারসাম্য তৈরি করা যায়।
কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম বলেছেন, মহামারী চলাকালীন ছুটির মৌসুমে সংক্রমণ ঝুঁকি কমাতে কার্যকর উপায় হল সামাজিক দূরত্ব মেনে চলা এবং প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে না যাওয়া।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডিয়ানরা ২০২১ সালের গোড়ার দিকে প্রথম ডোজ কোভিড-১৯ টিকা পেতে পারেন।