সিলেটে আরও ২১ জনের করোনা শনাক্ত, সুস্থ ২৬
সিলেটে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৪ হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২১ জন। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২১ জন রোগী সুস্থ হয়েছেন।
নতুন শনাক্তদের মধ্যে ২০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন একজন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৫৮৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮ হাজার ৪০৫ জন, সুনামগঞ্জে দুই হাজার ৪৬৪ জন, হবিগঞ্জে এক হাজার ৮৯২ জন ও মৌলভীবাজারে এক হাজার ৮২৬ জন রয়েছেন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৪৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৮০ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ১৩ হাজার ৩৭১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় সাত হাজার ৬৯২ জন, সুনামগঞ্জের দুই হাজার ৪০৫ জন, হবিগঞ্জের এক হাজার ৫৬১ জন ও মৌলভীবাজার জেলার এক হাজার ৭১৩ জন।
করোনা আক্রান্ত ৩৯ জন রোগী বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিলেটে আরও ২১ জনের করোনা শনাক্ত, সুস্থ ২৬
সিলেটে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৪ হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২১ জন। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২১ জন রোগী সুস্থ হয়েছেন।
নতুন শনাক্তদের মধ্যে ২০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন একজন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৫৮৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮ হাজার ৪০৫ জন, সুনামগঞ্জে দুই হাজার ৪৬৪ জন, হবিগঞ্জে এক হাজার ৮৯২ জন ও মৌলভীবাজারে এক হাজার ৮২৬ জন রয়েছেন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৪৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৮০ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ১৩ হাজার ৩৭১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় সাত হাজার ৬৯২ জন, সুনামগঞ্জের দুই হাজার ৪০৫ জন, হবিগঞ্জের এক হাজার ৫৬১ জন ও মৌলভীবাজার জেলার এক হাজার ৭১৩ জন।
করোনা আক্রান্ত ৩৯ জন রোগী বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।