বরিশালে তরুণদের আয়োজনে দিনভর মাস্ক বিতরণ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ ও করোনাভাইরাস সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)। নগরীর বিভিন্ন খোলা দোকানি, পথিক, যানবাহনের চালক-যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন ক্লাবের সদস্যরা।
বরিশাল নগরীর সদর রোড, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, মেডিকেলসহ বিভিন্ন জনবহুল এলাকাগুলোতে প্রায় দেড় হাজারের অধিক মানুষের মাঝে বিবিডিসির স্বেচ্ছাসেবকরা মাস্ক বিতরণ করেন। সেই সঙ্গে তারা মাস্কের সঠিক ব্যবহার এবং করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সচেতন করেন।
মাস্ক নাই, সেবা নাই; জানা সত্ত্বেও মেডিকেল প্রাঙ্গণে বহু রোগীর স্বজনরা মাস্কবিহীন ঘোরাফেরা করতে দেখায় বিবিডিসির তরুণ স্বেচ্ছাসেবকরা তাদের হাতে মাস্ক তুলে দেন এবং মাস্ক ছাড়া মেডিকেলে প্রবেশ না করার জন্য সচেতন করেন। মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি তারা যুব সমাজের মাঝে রক্তদানে উৎসাহ প্রদান করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বরিশালে তরুণদের আয়োজনে দিনভর মাস্ক বিতরণ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ ও করোনাভাইরাস সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)। নগরীর বিভিন্ন খোলা দোকানি, পথিক, যানবাহনের চালক-যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন ক্লাবের সদস্যরা।
বরিশাল নগরীর সদর রোড, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, মেডিকেলসহ বিভিন্ন জনবহুল এলাকাগুলোতে প্রায় দেড় হাজারের অধিক মানুষের মাঝে বিবিডিসির স্বেচ্ছাসেবকরা মাস্ক বিতরণ করেন। সেই সঙ্গে তারা মাস্কের সঠিক ব্যবহার এবং করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সচেতন করেন।
মাস্ক নাই, সেবা নাই; জানা সত্ত্বেও মেডিকেল প্রাঙ্গণে বহু রোগীর স্বজনরা মাস্কবিহীন ঘোরাফেরা করতে দেখায় বিবিডিসির তরুণ স্বেচ্ছাসেবকরা তাদের হাতে মাস্ক তুলে দেন এবং মাস্ক ছাড়া মেডিকেলে প্রবেশ না করার জন্য সচেতন করেন। মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি তারা যুব সমাজের মাঝে রক্তদানে উৎসাহ প্রদান করেন।