ভারতে করোনাভাইরাস কাড়ল আরও ৫০১ প্রাণ
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬০৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৯৪ লাখ ৯৯ হাজার ৪১৩ জন।
এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫০১ জন। এখনও পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৬২ জনসহ মোট ৮৯ লাখ ৩২ হাজার ৬৪৭ জন রোগী কোভিড থেকে সেরে উঠেছেন।
বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
ভারতের এ পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে তার এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। রাজ্যটিতে ৪৭ হাজার ২৪৬ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।
কর্নাটক এবং তামিলনাড়ুতে মৃত্যু সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে ৯ হাজার ২৬০ জন, পশ্চিমবঙ্গে ৮ হাজার ৪৭৬, উত্তরপ্রদেশে ৭ হাজার ৭৮৮ ও অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ৯৯৬ জন মারা গেছেন।
এছাড়া পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানেও করোনায় মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতে করোনাভাইরাস কাড়ল আরও ৫০১ প্রাণ
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬০৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৯৪ লাখ ৯৯ হাজার ৪১৩ জন।
এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫০১ জন। এখনও পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৬২ জনসহ মোট ৮৯ লাখ ৩২ হাজার ৬৪৭ জন রোগী কোভিড থেকে সেরে উঠেছেন।
বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
ভারতের এ পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে তার এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। রাজ্যটিতে ৪৭ হাজার ২৪৬ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।
কর্নাটক এবং তামিলনাড়ুতে মৃত্যু সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে ৯ হাজার ২৬০ জন, পশ্চিমবঙ্গে ৮ হাজার ৪৭৬, উত্তরপ্রদেশে ৭ হাজার ৭৮৮ ও অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ৯৯৬ জন মারা গেছেন।
এছাড়া পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানেও করোনায় মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।