মাস্ক পরা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া নির্দেশনা
যুগান্তর ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২০, ১১:২৮:১৮ | অনলাইন সংস্করণ
করোনা সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় মাস্ক পরার বাধ্যবাধকতা নিয়ে আরও কড়া দিকনির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বুধবার জারি করা ওই নির্দেশনায় পরস্পর দেখা-সাক্ষাতে বদ্ধ ঘরেও মাস্ক পরতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, যেখানে মহামারীর বিস্তার ঘটছে, সেখানে দোকান, কাজের জায়গা বা স্কুলের মতো বদ্ধ কক্ষে– এমনকি শিশু-কিশোরদেরও সবসময় মাস্ক পরিয়ে রাখা উচিত। বাড়িতে বদ্ধ কক্ষে কারও সঙ্গে দেখা করার সময়ও মাস্ক পরতে হবে।
বাইরে সবসময় মাস্ক পরতে হবে। বাতাস চলাচলের খুব ভালো ব্যবস্থা আছে এমন কক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে সেখানে অবশ্যই মাস্ক পরতে হবে।
তবে ব্যায়াম করার সময় মাস্ক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও; বিশেষ করে যাদের হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা আছে।
এর আগে গত জুনে ডব্লিউএইচও বিভিন্ন দেশের সরকারের কাছে এক আহ্বানে জনগণকে জনসমাগমপূর্ণ এলাকা, সেটি ঘরের ভেতর হোক বা বাইরে- ভাইরাস সংক্রমিত হওয়া এড়াতে সবসময় কাপড়ের মাস্ক পরতে বলা হয়েছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাস্ক পরা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া নির্দেশনা
করোনা সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় মাস্ক পরার বাধ্যবাধকতা নিয়ে আরও কড়া দিকনির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বুধবার জারি করা ওই নির্দেশনায় পরস্পর দেখা-সাক্ষাতে বদ্ধ ঘরেও মাস্ক পরতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, যেখানে মহামারীর বিস্তার ঘটছে, সেখানে দোকান, কাজের জায়গা বা স্কুলের মতো বদ্ধ কক্ষে– এমনকি শিশু-কিশোরদেরও সবসময় মাস্ক পরিয়ে রাখা উচিত। বাড়িতে বদ্ধ কক্ষে কারও সঙ্গে দেখা করার সময়ও মাস্ক পরতে হবে।
বাইরে সবসময় মাস্ক পরতে হবে। বাতাস চলাচলের খুব ভালো ব্যবস্থা আছে এমন কক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে সেখানে অবশ্যই মাস্ক পরতে হবে।
তবে ব্যায়াম করার সময় মাস্ক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও; বিশেষ করে যাদের হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা আছে।
এর আগে গত জুনে ডব্লিউএইচও বিভিন্ন দেশের সরকারের কাছে এক আহ্বানে জনগণকে জনসমাগমপূর্ণ এলাকা, সেটি ঘরের ভেতর হোক বা বাইরে- ভাইরাস সংক্রমিত হওয়া এড়াতে সবসময় কাপড়ের মাস্ক পরতে বলা হয়েছিল।