যুক্তরাষ্ট্রে একদিনেই হাসপাতালে ভর্তি লক্ষাধিক করোনা রোগী
অনলাইন ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২০, ২২:০৩:০২ | অনলাইন সংস্করণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু ও হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। সিএনএন বলছে, বুধবার একদিনে দেশটিতে ২ হাজার ৮শ'র বেশি মানুষ করোনায় মারা গেছেন। আর একই দিন নতুন করে ১ লাখ দুই হাজার ২২৬ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিবিবি বলছে, নভেম্বরের তুলনায় এ মাসে করোনায় আক্রান্ত হয়ে দ্বিগুণ ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটিতে একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছে লক্ষাধিক ব্যক্তি, যা দেশটিতে রেকর্ড।
এছাড়া বুধবার দেশটিতে এক লাখ ৯৫ হাজার ৬৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এটিও দেশটিতে আক্রান্তের দিক দিয়ে রেকর্ড।
মানুষের ভাইরাস আক্রান্ত, মৃত্যুর এই মিছিল খুব শিগগিরই কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এ থেকে আগামী দিনগুলোতে পরিস্থিতি কী দাঁড়াতে পারে তা সহজেই অনুমান করা যাচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা।
বোস্টনের একটি হাসপাতালের চিকিৎসক ডা. জেরেমি ফস্ট বলেছেন,“আপনি যদি বলেন এ সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে; আমি বলব, সামনে আরও কয়েক সপ্তাহে মৃত্যু আরও বাড়বে।”
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যুক্তরাষ্ট্রে একদিনেই হাসপাতালে ভর্তি লক্ষাধিক করোনা রোগী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু ও হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। সিএনএন বলছে, বুধবার একদিনে দেশটিতে ২ হাজার ৮শ'র বেশি মানুষ করোনায় মারা গেছেন। আর একই দিন নতুন করে ১ লাখ দুই হাজার ২২৬ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিবিবি বলছে, নভেম্বরের তুলনায় এ মাসে করোনায় আক্রান্ত হয়ে দ্বিগুণ ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটিতে একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছে লক্ষাধিক ব্যক্তি, যা দেশটিতে রেকর্ড।
এছাড়া বুধবার দেশটিতে এক লাখ ৯৫ হাজার ৬৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এটিও দেশটিতে আক্রান্তের দিক দিয়ে রেকর্ড।
মানুষের ভাইরাস আক্রান্ত, মৃত্যুর এই মিছিল খুব শিগগিরই কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এ থেকে আগামী দিনগুলোতে পরিস্থিতি কী দাঁড়াতে পারে তা সহজেই অনুমান করা যাচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা।
বোস্টনের একটি হাসপাতালের চিকিৎসক ডা. জেরেমি ফস্ট বলেছেন,“আপনি যদি বলেন এ সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে; আমি বলব, সামনে আরও কয়েক সপ্তাহে মৃত্যু আরও বাড়বে।”